বকশীগঞ্জে বাল্যবিয়ের আয়োজন করায় বাবাকে এক মাসের কারাদন্ড

S M Ashraful Azom
0
বকশীগঞ্জে বাল্যবিয়ের আয়োজন করায় বাবাকে এক মাসের কারাদন্ড
বকশীগঞ্জ প্রতিনিধি ॥ জামালপুরের বকশীগঞ্জে নাবালিকা মেয়ের বিয়ের আয়োজন করার অপরাধে বাবাকে এক মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এতে করে বাল্যবিয়ে থেকে রক্ষা পেয়েছে কিশোরী সুরাইয়া আক্তার (১৪) ।

জানা গেছে, বগারচর ইউনিয়নের ঘাসিরপাড়া মোল্লাপাড়া গ্রামের সুলতান মিয়ার মেয়ে সুরাইয়া আক্তারের বিয়ে ঠিক হয়। এ উপলক্ষে রোববার সন্ধ্যায় বিয়ের সকল কার্যক্রম শুরু হলে খবর পেয়ে বিয়ে বাড়িতে হানা দেয় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দেওয়ান মোহাম্মদ তাজুল ইসলাম।

এ সময় তিনি সুরাইয়ার বাবা সুলতান মিয়াকে আটক করেন । পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ১৮ বছরের আগে তার মেয়েকে বিয়ে দেওয়ার চেষ্টা করার অপরাধে বাল্যবিবাহ নিরোধ আইন-২০১৭ এর বলে সুলতান মিয়াকে এক মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট দেওয়ান মোহাম্মদ তাজুল ইসলাম এ দন্ডাদেশ প্রদান করেন।
⇘সংবাদদাতা: বকশীগঞ্জ প্রতিনিধি

Post a Comment

0Comments

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top