জামালপুরে বিজয় দিবস উদযাপন

S M Ashraful Azom
0
জামালপুরে বিজয় দিবস উদযাপন
জামালপুর সংবাদদদাতা ॥ সারাদেশের ন্যায় জামালপুরের ৫টি উপজেলায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত হয়। 

শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণের মধ্যদিয়ে দিবসটির শুভ সুচনা হয়। উপজেলা প্রশাসন-মুক্তিযোদ্ধা ও তাদের পরিবার, রাজনৈতিক-সামাজিক-সাংস্কৃতিক সংগঠনসহ শিক্ষা প্রতিষ্ঠান স্বতস্ফুর্ত অংশ গ্রহণ করেন। 

সকালে স্টেডিয়ামে শিশু কিশোরদের অভিবাদন গ্রহণকালে উপস্থিত ছিলেন- সাবেক ভূমিমন্ত্রী আলহাজ রেজাউল করিম হীরা এমপি, জেলা মুক্তিযোদ্ধা সংসদের প্রশাসক-ডিসি আহমেদ কবির, পরিষদের চেয়ারম্যান ফারুক আহম্মেদ চৌধুরী, পুলিশ সুপার দেলোয়ার হোসেন, মেয়র মির্জা সাখাওয়াতুল আলম মনিসহ সর্বসতরের জনতা। 

মেলান্দহ উমির উদ্দিন পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে কুচকাওয়াজে অভিবাদন গ্রহণ করেন-উপজেলা চেয়ারম্যান আলহাজ একেএম হাবিবুর রহমান চাঁন, মুক্তিযোদ্ধা সংসদের প্রশাসক ইউএনও তামিম আল ইয়ামীন, ওসি গাজী সাখাওয়াত হোসেন। এসময় বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠন কুচকাওয়াজ প্রদর্শন করেন। 

দিবসটি উদযাপন উপলক্ষে আলোচনা সভা-ক্রীড়া-সাংস্কৃতিক অনুষ্ঠান-বিশেষ মোনাজাত করা হয়। একইভাবে জেলার বিভিন্ন উপজেলাতেও দিবসটি পালিত হয়।
⇘সংবাদদাতা: সেবা ডেস্ক

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top