
লিয়াকত হোসাইন লায়ন,ইসলামপুর প্রতিনিধি ॥ জামালপুরের ইসলামপুরে একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মুক্তিযোদ্ধা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার রাতে ইসলামপুর উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা মুক্তিযোদ্ধাদের আয়োজনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ আব্দুল আহাদ চৌধুরী। তিনি আগামী নির্বাচনে স্বাধীনতার স্বপক্ষে শক্তি,বঙ্গবন্ধুর আওয়ামী লীগের নৌকা প্রতিক প্রার্থীকে বিজয় মাসে বিজয়ী করার জন্য সকল মুক্তিযোদ্ধাদের প্রতি নির্দেশ প্রদান করেন।
সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি সংসদ সদস্য নৌকা প্রার্থী ফরিদুল হক খান দুলাল। সাবেক উপজেলা কমান্ডার মানিকুল ইসলাম মানিকজেলার সাবেক ডেপুটি কমান্ডার নুরুজ্জামান সরকার, হিরু মিয়া,মেলান্দহ থানা কমান্ডার আঃ মালেক,। সাবেক জেলা ইউনিট কমান্ডার শাহাদত হোসেন স্বাধীন এর সঞ্চালনায় অন্যানের মধ্যে পৌর মেয়র আঃ কাদের শেখ,যুবলীগ সাবেক সা.সম্পাদক সরদার জাকিউর হক,জেলা সন্তান কমান্ড জাহাঙ্গীর আলম,মোবারক হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।
⇘সংবাদদাতা: লিয়াকত হোসাইন লায়ন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।