
টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলে যথাযোগ্য মর্যাদা আর নানা কর্মসূচির মধ্যে দিয়ে মহান বিজয় দিবস উদযাপিত হচ্ছে।
এ উপলক্ষে রোববার সূর্যোদয়ের সাথে সাথে স্থানীয় শহীদ স্মৃতি পৌর উদ্যানে জাতীয় পতাকা উত্তোলন করাসহ শহীদদের যথাযথ সম্মানে ৩১বার তোপধ্বনি দেয়া শেষে শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পন করে বিজয় দিবসের কর্মসুচির উদ্বোধন করেন টাঙ্গাইলের জেলা প্রশাসক মো.শহীদুল ইসলাম ও পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়।
পরে দিবসটি পালন উপলক্ষে জেলা আওয়ামীলীগের উদ্যোগে বিজয় শোভাযাত্রা আয়োজন করা হয়। বের হয়। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
এছাড়াও সকাল ৮ টায় জেলা প্রশাসনের উদ্যোগে টাঙ্গাইল স্টেডিয়ামে বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রসার শিক্ষার্থীদের নিয়ে বর্ণাঢ্য কুচকাওয়াজ ও শরীরর্চচা প্রদর্শণের আয়োজন করা হয়।
এছাড়াও সকাল ৮ টায় জেলা প্রশাসনের উদ্যোগে টাঙ্গাইল স্টেডিয়ামে বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রসার শিক্ষার্থীদের নিয়ে বর্ণাঢ্য কুচকাওয়াজ ও শরীরর্চচা প্রদর্শণের আয়োজন করা হয়।
এর উদ্বোধন করেন টাঙ্গাইল জেলা প্রশাসক শহীদুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান ফজলুর রহমান খান ফারুক, টাঙ্গাইল-৫ (সদর)আসনের সংসদ সদস্য আলহাজ¦ ছানোয়ার হোসেন, পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য মনোয়ারা বেগম, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক খন্দকার আশরাফউজ্জামান স্মৃতি, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোশারফ হোসেন খান প্রমুখ।
কুচকাওয়াজ ও শরীরর্চচা প্রদর্শণ শেষে অংশগ্রহণকারী শিক্ষা প্রতিষ্ঠান গুলোর মাঝে পুরষ্কার বিতরণ করা হয়। এ ছাড়াও দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন রয়েছে।
⇘সংবাদদাতা: সেবা ডেস্ক
⇘সংবাদদাতা: সেবা ডেস্ক


খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।