
নিহত বিবি নেসা শিবলী (২০) পাঁচলাইশ থানার হাজীপাড়া মজু হাজীর বাড়ির মৃত মোঃ রফিকের মেয়ে দুই বোনের মধ্যে তিনি ছোট। তার স্বামী মোঃ আজগর নগরীর মুরাদপুর এলাকার একটি মোটরপাটসের দোকানে চাকরি করেন শ্বশুরবাড়ির লোকজনের দাবি বাথরুমে পড়ে মারা গেছেন। তবে স্বজনদের দাবি স্বামীর পরকীয়ার জের ধরে খুন হয়েছেন বিবি নেসা শিবলী।
পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) শাহাদাত হোসেন জানান, ময়নাতদন্তের রিপোর্ট না আসা পর্যন্ত গৃহবধূ শিবলীর মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত ধারণা পাওয়া যাবে না। তবে নিহতের পরিবারের অভিযোগের প্রেক্ষিতে স্বামী আজগর ও তাঁর ভাবীকে আটক করা হয়েছে।
⇘সংবাদদাতা: ওয়াসিম হায়দার
⇘সংবাদদাতা: ওয়াসিম হায়দার
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।