
সেবা ডেস্ক: টাঙ্গাইল শহরের সাবালিয়ার এক গৃহবধূকে বিয়ের প্রলোভন দেখিয়ে দীর্ঘ দিন ধর্ষণকারী ফজলুল হক রনি (২৮) নামে এক ধর্ষককে গ্রেফতার করেছে পুলিশ। ধর্ষনকারী রনি শহরের সাবালিয়ার মো. জয়নুল আবেদীনের ছেলে এবং টাংগাইল যুবদলের সক্রিয় সদস্য।
এ বিষয়ে টাঙ্গাইল মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ধর্ষক রনি স্থানীয় জনৈক গৃহবধূকে বিয়ের প্রলোভন দেখিয়ে স্বামীর সাথে বিচ্ছেদ ঘটায়। এরপর থেকে বিভিন্ন সময় নানা স্থানে নিয়ে বিয়ের প্রলোভনে ধর্ষণ করতে থাকে। এক পর্যায়ে গৃহবধূ বিয়ের জন্য চাপ দিলে নানা তাল বাহানায় কালক্ষেপন করতে থাকে।
কোন উপায় না পেয়ে গৃহবধু যুবদল নেতা রনির পরিবারকে বিষয়টি জানালে, রনির পরিবার উল্টো গৃহবধূকে বিভিন্ন ধরনের ভয়ভীতি ও হুমকি দেয়া হয়। বাধ্য হয়ে ঐ গৃহবধু টাঙ্গাইল মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি অভিযোগ দায়ের করেন। টাঙ্গাইল মডেল থানা পুলিশ অভিযোগের ভিত্তিতে যুবদল নেতাকে গ্রেফতার করেন।
টাঙ্গাইল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সায়েদুর রহমান জানান, অভিযোগের ভিত্তিতে রনিকে গ্রেফতার করা হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
⇘সংবাদদাতা: সেবা ডেস্ক
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।