ভূঞাপুর প্রতিনিধি: টাঙ্গাইলের ভূঞাপুরে আওয়ামীলীগের নির্বাচনী অফিসে ককটেল বিষ্ফোরণ, অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় বিএনপির তিনজনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। বৃস্পতিবার (২০ ডিসেম্বর) রাতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
এরা হলেন, উপজেলার রায়ের বাসালিয়া গ্রামের কালু শেখের ছেলে ও গাবসারা ইউনিয়নের সাবেক ইউপি সদস্য আব্দুর রশিদ, নিকরাইলের শাহাবুদ্দিনের ছেলে আতাউর রহমান ও মাটিকাটার দোভায়া গ্রামের বানিজ আলীর ছেলে জহুরুল। ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ রাশিদুল ইসলাম জানান, সম্প্রতি উপজেলার গাবসারা ও নিকরাইল ইউনিয়নের আওয়ামীলীগের নির্বাচনী অফিসে হামলা, অগ্নিসংযোগ, ভাঙচুরের ঘটনায় দায়ের হওয়া মামলায় তাদের নাম ছিল।
গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এক ইউনিয়নের সাবেক সদস্যসহ বিএনপির তিনজনকে গ্রেফতার করা হয়। শুক্রবার দুপুরে তাদের টাঙ্গাইল কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।
⇘সংবাদদাতা: ভূঞাপুর প্রতিনিধি
⇘সংবাদদাতা: ভূঞাপুর প্রতিনিধি
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।