গোবিন্দগঞ্জে জমি সংক্রান্ত সংর্ঘষে নিহত-১: আহত ৪

S M Ashraful Azom
0
গোবিন্দগঞ্জে জমি সংক্রান্ত সংর্ঘষে নিহত-১: আহত ৪

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার রাখালবুরুজ ইউনিয়নের কাজীপাড়া গ্রামে জমি নিয়ে সংর্ঘষের ঘটনায় শনিবার গভীর রাতে মোমিনুল ইসলাম (৩২) নামে একজন নিহত ও ৪ জন আহত হয়েছে। নিহত মোমিনুল ওই গ্রামের আব্দুল হামেদের পুত্র।

স্থানীয়রা জানায়, কাজীপাড়া গ্রামের বদিউজ্জামানের সাথে তার সৎভাই  লিটু মিঠু ও বাটু মিয়ার সাথে ৪০ শতক জমির ভাগাভাগি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। শনিবার বিকেলে বিবাদমান জমিতে বদিউজ্জামান ও তার ছেলে মোমিনুল, মোনারুল, আব্দুল ওয়াহেদ ছোটসহ জমির আইল কাটতে গেলে অপর পক্ষের লোকজন তাতে বাধা দেয়।

এতে উভয়পক্ষের মধ্যে সংর্ঘষে মোমিনুলসহ তার অন্যান্য ভাইয়েরা মারাত্বক আহত হয়। তাদেরকে এ অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় শনিবার গভীর রাতে মোমিনুল মারা যায়। আহত অপর ভাইয়েরা বগুড়া শজিমেক হাসপাতালে ও ঢাকার একটি হাসাপাতালে চিকিৎসাধীন রয়েছে।

গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আফজাল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, এ ব্যাপারে মামলা দায়েরের পক্রিয়া চলছে।


⇘সংবাদদাতা: গাইবান্ধা প্রতিনিধি

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top