
গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধা জেলার পলাশবাড়ীতে নৌকায় ভোট প্রার্থনায় বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ও তাতীলীগের যৌথ আয়োজনে কর্মী সমাবেশ ও উঠান বৈঠক আজ ২০ জানুয়ারী রবিবার দুপুরে মহদীপুর ইউনিয়নের নয়াবাজারস্থ মাঠে অনুষ্ঠিত হয়।
পলাশবাড়ী উপজেলা তাতীলীগের সহ সভাপতি তারা মিয়ার সভাপত্বিত্বে কর্মী সমাবেশ ও উঠান বৈঠকে বক্তব্য রাখেন উপজেলা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সদস্য সচিব আশরাফুল ইসলাম তিতাস ,উপজেলা তাতীলীগের সভাপতি আকতারুজ্জামান টিটু ,সাধারণ সম্পাদক সাকলাইন মাহমুদ সজিব,আওয়ামীলীগ নেতা ও ইউপি সদস্য আমিনুল ইসলাম,দুলাল মিয়া ,সুজন মিয়া প্রমুখ ।
বক্তরা উপস্থিত জনগণ ও দলীয় নেতাকর্মী কে আগামী ২৭ জানুয়ারী শান্তিপূর্ণভাবে নৌকা মার্কায় ভোট দিয়ে আবারো এ আসনে নৌকার প্রার্থীর বিজয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।
⇘সংবাদদাতা: গাইবান্ধা প্রতিনিধি

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।