|  | 
| ফাইল ফটো | 
শাহজাদপুর প্রতিনিধি: শাহজাদপুর উপজেলার খুকনি গোপিনাথপুরে আজ সোমবার ভোর থেকে ৪ দিন ব্যাপী মহানাম যজ্ঞানুষ্ঠান শুরু হচ্ছে।
পুর্ণ চন্দ্র ঘোষের বাড়ি সংলগ্ন মাঠে অনুষ্ঠিত এই ধর্মীয় অনুষ্ঠানে টাঙ্গাইলের নাগরপুর থানার বাতরা রাধা গোবিন্দ্র সম্প্রদায়, সিরাজঞ্জের আধিরাম ঠাকুর সম্প্রদায়, উল্লাপাড়ার নলসন্ধ্যা গ্রামের গুরুর আর্শিবাদ সম্প্রদায়, বেলকুচির বানিয়াগাঁতীর অদ্বৈত সম্প্রদায়, কামারখন্দের গুরুদাস সম্প্রদায়, এনায়েতপুরের মাধবপুরের শ্রী কৃষ্ণ রাখাল সম্প্রদায়, গোপিনাথপুরের শ্যাম সুন্দর সম্প্রদায় নাম কিত্তন পরিবেশন করবেন।
এছাড়া সিরাজগঞ্জের হরিনাবাগবাটির শচিন্দ্রনাথ গোস্বামী, বগুড়ার চৈতালী রায় এবং যশোরের শ্রী চৈতন্য দাস উত্তম লীলা কিত্তন পরিবেশন করবেন বলে অনুষ্ঠানের আয়োজক সিদ্দি হালদার, প্রদীপ চন্দ্র হালদার, চিত্র হালদার, শম্ভু ভট্টাচার্য, উজ্জল হালদার, জানিয়েছে।
সব মানুষের ভাতৃত্বের বন্ধন সুদৃঢ় করে সকলের শান্তি কামনার এ অনুষ্ঠান আগামী বৃহস্পতিবার পর্যন্ত চলবে বলে জানা গেছে।
⇘সংবাদদাতা: শাহজাদপুর প্রতিনিধি

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।