
অভিজিৎ ঘোষ, ভূঞাপুর সংবাদদাতা: উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে সরগরম হয়ে উঠেছে ভূঞাপুর উপজেলার বিভিন্ন হাট-বাজার, চা-স্টলগুলো। সেই সাথে শোভা পাচ্ছে প্রার্থীদের রংবেরঙের ব্যানার-ফেস্টুন। নির্বাচনে এখন পর্যন্ত তফসীল ঘোষণা না হলেও এই উপজেলায় আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী হিসেবে প্রার্থিতা ঘোষণা করেছেন আওয়ামীলীগ নেতা আমিরুল ইসলাম তালুকদার বিদ্যুৎ।
যিনি সাবেক পৌর চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ছিলেন। ইতোমধ্যে নির্বাচনী এলাকায় তার ব্যানার-ফেস্টুনে ছেড়ে গেছে। দলীয় নেতাকর্মীদের নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন।
প্রতিদিনই উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান ও সুধীসমাজের প্রতিনিধিদের সাথে মতবিনিময় করে করছেন।
এসময় তিনি সকলের দোয়া সমর্থন প্রত্যাশা করছেন। জানা গেছে, আমিরুল ইসলাম তালুকদার ছাত্রলীগের রাজনীতির মধ্য দিয়ে তার রাজনৈতিক জীবন শুরু হয়। এরপর ইবরাহীম খাঁ সরকারি কলেজের ছাত্র সংসদের ভিপি, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন দীর্ঘকাল। পরবর্তিতে তিনি ভুঞাপুর পৌরসভার মেয়র নির্বাচিত হন।
আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী আমিরুল ইসলাম তালুকদার বিদ্যুৎ জানান, ভুঞাপুর উপজেলাকে একটি মডেল উপজেলা হিসাবে গড়ে তুলতে চাই। উপজেলা হবে মাদক, সন্ত্রাস, জঙ্গীবাদ এমনকি শতভাগ বাল্যবিবাহ মুক্ত। জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারাকে অব্যহত বাখতে তিনি ১০০ ভাগ কাজ করে যাবেন বলে জানান। এলাকায় উন্নয়নের ধারা অব্যাহত রাখতে দলীয় মনোনয়নের দাবী জানান।

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।