ধুনট প্রতিনিধি: পরকীয়া প্রেমে বাধা দেওয়ায় বগুড়ার ধুনট উপজেলায় স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় বৃহস্পতিবার দুপুরের দিকে পাষন্ড স্বামীর বিরুদ্ধে ধুনট থানায় অভিযোগ দায়ের হয়েছে।
অভিযোগ সুত্রে জানা যায়, উপজেলার মথুরাপুর ইউনিয়নের উলিপুর গ্রামের মোকছেদ মন্ডলের মেয়ে হাসিনা বেগমের সাথে ১৮ বছর পুর্বে একই গ্রামের আবুল শেখের ছেলে আসমত আলীর (৪৫) বিয়ে হয়। বৈবাহিক জীবনে তাদের ঘরে একটি ছেলে সন্তানের জন্ম হয়। সুখেই কাটছিল তাদের দাম্পত্য জীবন।
গত প্রায় দুই বছর আগে স্বামী আসমত আলী পাশের গ্রামের এক মেয়ের সাথে পরকীয়ায় জড়িয়ে পড়ে। বিষয়টি টের পেয়ে হাসিনা বেগম প্রতিবাদ করায় তাকে প্রায়ই অশোভন আচরন ও মারধর করতো পাষন্ড স্বামী।
এমতাবস্থায় গত ২২ জানুয়ারী (মঙ্গলবার) রাতের খাবার শেষে ঘুমিয়ে পড়েন হাসিনা বেগম। মধ্যরাতে কৌশলে ঘরে ঢুকে ঘুমন্ত স্ত্রীকে গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করে স্বামী। এসময় নির্যাতিতা স্ত্রীর আত্মচিৎকার শুনে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে স্থানীয়রা।
এ ঘটনায় অভিযুক্ত স্বামী আসমত আলী জানান, আমার স্ত্রী অবাধ্য হওয়ায় তাকে শাসন করেছি মাত্র। হত্যা চেষ্টার কোন ঘটনা ঘটেনি। আর পরকীয়ার বিষয়টি মোটেও সঠিক নয়।আমার বিরুদ্ধে থানায় মিথ্যা অভিযোগ দিযেছে।
ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কমিউনিটি মেডিকেল অফিসার আশরাফ আলী বলেন, হাসিনা বেগমের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। তাকে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বলেন, অভিযোগ হাতে পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।