সড়কে নিন্মমানের মেরামত কাজ বন্ধ করলো এলাকাবাসী

S M Ashraful Azom
0

সড়কে নিন্মমানের মেরামত কাজ বন্ধ করলো এলাকাবাসী

জামালপুর প্রতিনিধি: জামালপুরের মেলান্দহ উপজেলার একটি পল্লী সড়ক মেরামতে অনিয়মের অভিযোগে কাজ বন্ধ করে দিয়েছেন স্থানীয় গ্রামবাসী। নিন্মমানের সড়ক নির্মাণের প্রতিবাদে মানববন্ধনও করেছেন এলাকাবাসী। গতকাল বৃহস্পতিবার বেলা ১২টার দিকে এই উপজেলার চরপলিশা উত্তরপাড়া গ্রামে এই মানববন্ধন হয়।

অভিযোগ সূত্র ও কয়েকজন গ্রামাবাসী জানান, ওই উপজেলার সাধুপুর বাজার থেকে চরপলিশা পর্যন্ত প্রায় তিন কিলোমিটার সড়কটির মেরামত কাজ করছে মেসার্স নিসার এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। ব্যাপক অনিয়মের অভিযোগ এনে গত বুধবার সকালে গ্রামবাসীরা কাজটি বন্ধ করে দেন। পরে গ্রামবাসীদের পক্ষ থেকে অনিয়মের অভিযোগে গত বুধবার দুপুরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) জামালপুরের নির্বাহী প্রকৌশলী মো: নজরুল ইসলামের কাছেও একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) জামালপুরের নির্বাহী প্রকৌশলীর কার্যালয় সূত্রে জানা গেছে, প্রকল্পের নাম ‘পল্লী সড়ক ও কালভার্ট মেরামত অথবা সংরক্ষণ’। ওই প্রকল্পের নামে সাধুপুর থেকে চরপলিশা পর্যন্ত প্রায় তিন কিলোমিটার সড়কের মেরামত কাজটি গত বছরের ১১ নভেম্বর মেসার্স নিসার এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান পায়। কাজটির প্রাক্কলিত মূল ধরা হয়েছে ৭৮ লাখ ১৭ হাজার ৬১৪ টাকা। কাজটি শেষ হওয়ার কথা ছিল এ বছরের ২৩ জানুয়ারি। গত বুধবারই কাজের সময় শেষ হয়েছে। তবে এখনও প্রায় ৫০ শতাংশ কাজ বাকী রয়েছে বলে জানা গেছে। এ ব্যাপারে ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স নিসার এন্টারপ্রাইজের সত্ত্বাধীকারী জনি ফারুক বলেন, ওই রাস্তাটি যেখানে ক্রটি হয়েছে সেখানে ঠিক করে দেয়া হবে।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) জামালপুরের নির্বাহী প্রকৌশলী মো.নজরুল ইসলাম মুঠোফোনে খোলা কাগজকে বলেন, ‘সড়কের কাজটি সর্ম্পকে একটি অভিযোগ পেয়েছি। কাজটি নিয়ে সরেজমিনে তদন্ত করে দেখতে ইতিমধ্যে নির্দেশ দেওয়া হয়েছে। সঠিকভাবেই কাজ করেই ঠিকাদারি প্রতিষ্ঠানকে বিল নিতে হবে। কোথাও কাজ খারাপ হয়ে থাকলে, সেখানে সঠিক ভাবে করে দিতে হবে ঠিকাদারি প্রতিষ্ঠানকে।’
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top