সেবা ডেস্ক:

লিয়াকত হোসাইন লায়ন,ইসলামপুর(জামালপুর)প্রতিনিধি ॥ মা” সমাবেশে মা’র পা ধুঁয়ে শ্রদ্ধা জানালো ইসলামপুর জেজেকেএম গালস স্কুল এন্ড কলেজের ছাত্রীরা। শনিবার স্কুল মিলনায়তনে মা’ সমাবেশ ও জামালপুর-২ আসনের নবনির্বাচিত এমপি ফরিদুল হক খানকে সংবর্ধনার আয়োজন করা হয়।
স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আব্দুস সালাম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত মা’ সমাবেশ ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জামালপুর-২ আসনের নবনির্বাচিত এমপি ফরিদুল হক খান। সংবর্ধনা অনুষ্ঠানে স্কুলে পক্ষ থেকে নবনির্বাচিত এমপিকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।
মা’ সমাবেশের উদ্বোধন করেন এমপির সহধর্মীনী আফরোজ হক। এতে বিশেষ অতিথি ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) রেজাউল করিম, ইসলামপুর থানার অফিসার ইনচার্জ আসলাম হোসেন, এমএ সামাদ মহিলা কলেজের অধ্যক্ষ জামাল আব্দুন নাসের চৌধুরী প্রমুখ। সমাবেশে ছাত্রীরা নিজ নিজ মায়ের পা ধুঁয়ে দিয়ে পরম মমতাময়ী মা’র প্রতি শ্রদ্ধা জানায়। অনুষ্ঠানে লটারির মাধ্যমে পাঁচজন মা’কে সম্মানিত করা হয়।

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।