
ডাঃ জি এম ক্যাপ্টেন, কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামে হত্যা মামলার আসামীর লাশ উদ্ধার করেছে ভূরুঙ্গামারী থানা পুলিশ। বৃহস্পতিবার সকালে পাইকেরছড়া গছিডাঙ্গা মসিজদ এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।
জানা গেছে, ২৪ জানুয়ারি বৃহস্পতিবার ভোরে ঘুম থেকে উঠে ওজু করে ফজরের নামাজ পড়ার উদ্দেশ্যে স্থানীয় মসজিদের দিকে যান আব্দুর রহিম। পরে প্রভাত বেলা তার লাশ গাছে ঝুলে থাকতে দেখে এলাকাবাসী। পরক্ষণই খবরটি তার পরিবার ও এলাকায় ছড়িয়ে পড়লে শত শত মানুষ তার লাশ দেখতে ভিড় জমায়।
মৃত আব্দুর রহিমের স্ত্রী আবজান বেগম জানান, আমার স্বামী আত্মহত্যা করতেই পারেন না। এটি পরিকল্পিত হত্যাকান্ড। আমি এর বিচার চাই।
এ বিষয়ে কথা হলে ভুরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ ইমতিয়াজ কবির জানান, মৃতের লাশ দেখে প্রাথমিকভাবে মনে হচ্ছে সে আত্মহত্যা করেছে। ময়না তদন্তের জন্য লাশ কুড়িগ্রাম মর্গে প্রেরণ করা হয়েছে। প্রতিবেদনের পরেই আসল প্রকৃত ঘটনা জানা যাবে।

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।