ফুলবাড়ীতে কৃষকের মানববন্ধন

S M Ashraful Azom
0

ফুলবাড়ীতে কৃষকের মানববন্ধন
ডাঃ জি এম ক্যাপ্টেন, কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ কৃষকের কাছ থেকে অতিরিক্ত টাকা নেয়া ও গভীর নলকুপের অপারেটর পরিবর্তনের দাবীতে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় মানববন্ধন করেছেন ভোক্তভোগী কৃষকরা । গতকাল বৃহস্পতিবার উপজেলার ভাঙ্গামোড় ইউনিয়নের ছিট রাবাইতারী গ্রামের ৫শতাধিক কৃষকরা একত্রে হয়ে বিক্ষোভ মিছিল প্রদক্ষিন শেষে উপজেলা চত্বরে মানবন্ধন কর্মসূচি পালন করেন তারা । ভোক্তভোগীরা জানান দীর্ঘ দিন ধরে গভীর নলকুপের অপারেটর আইয়ুব আলী সরকারী নীতিমালা না মেনে  কৃষকদেরকে জিম্মি করে  ৮শ থেকে এক হাজার টাকা বিঘা প্রতি অতিরিক্ত ফ্রি নিয়েছিল । এ নিয়ে বাগবিতান্ডার ও মারামারির ঘটনা ঘটেছে । সে কারনে প্রশাসনের হস্তক্ষেপে তাকে পরিবর্তন করে ওই এলাকার বায়েজিদ ইসলামকে অপারেটর হিসাবে নিয়োগ দেন । তিনি সুষ্ঠু ভাবে পরিচালনা করে আসেন ।এর মধ্যে অতি গোপনে আবারো আইয়ুব আলীকে গভীর নলকুপের অপারেটর হিসাবে নিয়োগ দেয়ায় চরম হতাশায় পরেছেন গভীর নলকুপের অধীনের কৃষকরা । অবিলম্বে আইয়ুব আলীকে প্রত্যাহারের দাবী জানিয়ে বক্তব্য রাখেন কৃষক মমিনুল ইসলাম ,আবু সায়েদ , হারুন-অর-রশিদ ,লেলিন সরকার, মিয়াজ উদ্দিন, রফিকুল ইসলাম ,সহিদুল ইসলাম প্রমূখ ।
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top