ধুনটে ৩ কোটি টাকা ব্যয়ে বিদ্যুতের আলো পেলো দু হাজার পরিবার

S M Ashraful Azom
0
ধুনটে ৩ কোটি টাকা ব্যয়ে বিদ্যুতের আলো পেলো দু হাজার পরিবার
নিজস্ব প্রতিবেদক, বগুড়া : বগুড়ার ধুনট উপজেলার পল্লীতে ৩ কোটি টাকা ব্যয়ে ২২ কিলোমিটার বিদ্যুৎলাইন নির্মাণ করা হলো। এতে করে বিদ্যুতের আলোয় আলোকিত হয়েছে এক হাজার ৯০১টি পরিবার। এছাড়া ১১টি সেচ যন্ত্র ও ৫টি বাণিজ্যিক প্রতিষ্ঠান পেয়েছে বিদ্যুতের আলো।
গত রবিবার রাতে আনুষ্ঠানিকভাবে বিদ্যুৎ সরবরাহের উদ্বোধন করা হয়।

ধুনট উপজেলার নলডাঙ্গা খোকশাহাটা, রাঙ্গামাটি দিদারপাড়া, ছোট এলাঙ্গী, বাঁশপাতা, মাধবডাঙ্গা, ভূতবাড়ী, নিউ সারিয়াকান্দি, গজারিয়া, বড় চাপড়া, গিঘলকান্দি ও বাটিকাবাড়ী গ্রামে ৩ কোটি ৩৭ লাখ ৫৯হাজার টাকা ব্যয়ে ২২ কিলোমিটার বিদ্যুৎ লাইন নির্মাণ করা হয়েছে। এর ফলে ১ হাজার ৯৮২টি সংযোগ সুবিধা সৃষ্টি হয়েছে।

ধুনট উপজেলার দিঘলকান্দি গ্রামে বিদ্যুৎ সরবরাহের উদ্বোধন উপলক্ষে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন সংসদ সদস্য আলহাজ্ব হাবিবর রহমান। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বিএনপি-জামায়াত ক্ষমতায় থেকে খাম্বা দেখিয়ে বিদ্যুতের নামে দুর্নীতি করেছে।

হাজারো প্রতিশ্রুতি দিয়ে ভোট নিয়ে ক্ষমতায় গিয়ে নিজেদের ভাগ্যের উন্নয়ন সাধন করেছে। তিনি বলেন, নির্বাচনের আগে প্রতিশ্রুতি দিয়েছিলাম, আপনাদের গ্রামের অন্ধকার দুর করবো। আওয়ামী লীগ ক্ষমতায় বলেই আজ অন্ধকার দুর করে আপনাদের গ্রামে আলো এসেছে।

চৌকিবাড়ী ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ড সদস্য ফরহাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আরো বক্তব্য রাখেন পল্লী বিদ্যুৎ সমিতি বগুড়া কার্যালয়ের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত জোনাল ম্যানেজার আমজাদ হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হাই খোকন, গোপালনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম হোসেন সরকার, ধুনট কার্যালয়ের সহকারী জেনারেল ম্যানেজার বিজয় কুমার কুন্ডু, উপজেলা আ. লীগের সহসভাপতি শফিকুল ইসলাম, যুগ্ম সম্পাদক মহসিন আলম, ৬নং ওয়ার্ড আ.লীগের সভাপতি সোলায়মান মন্ডল ও ছাত্রলীগ নেতা চয়ন মাহমুদ।


⇘সংবাদদাতা: নিজস্ব প্রতিবেদক

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top