ইসলামপুরে গ্রাম আদালত সচেতনতা মূলক উঠাক বৈঠক

S M Ashraful Azom
0
ইসলামপুরে গ্রাম আদালত সচেতনতা মূলক উঠাক বৈঠক
লিয়াকত হোসাইন লায়ন.জামালপুর প্রতিনিধি ॥ জামালপুরের ইসলামপুরে গ্রাম আদালত প্রতিটি ইউনিয়নের সচেতনতা মূলক উঠান বৈঠক করছে। গতকাল গাইবান্ধা ইউনিয়নে পোড়ার চর গ্রামে এই উঠান বৈঠন অনুষ্ঠিত হয়। এতে গ্রাম আদালত উপজেলা সমন্বয়কারী রুবিনা বেগম ও গাইবান্ধা ইউনিয়ন গ্রাম আদালত সহকারী উঠান বৈঠকে বক্তব্য রাখেন।

উঠান বৈঠকে- জন সচেতনাতা বৃদ্ধি, ইউনিয়ন পরিষদ এবং স্থানীয় কতৃপক্ষকে আরো  সক্রিয় করে তোলা এবং গ্রাম আদালতকে কার্যকরী করণের মাধ্যমে জন সাধরনকে আইনি সহায়তা প্রদান করা,স্বচ্ছ ও সাশ্রয়ী পদ্ধতিতে বিভিন্ন বিরোধ মিমাংশা ও প্রতিকার সহ দরিদ্র অসহায় নারীর ক্ষমতায়ন বৃদ্ধি করা সহ বিভিন্ন আইনি সহায়তা নিয়ে আলোকপাত করা হয়।

জানাযায়-কম সময়ে- অল্প খরচে প্রতিকার পাওয়ায় সাধারন মানুষ গ্রাম আদালতের উপর আস্থা রাখছে। ছোট ছোট বিরোধের বিচারের জন্য সাধারন মানুষ গ্রাম থেকে থানা ও জেলা আদালতে দৌড়াতে হতো। এতে করে যেমন অনেক টাকা খরচ হয়রানী সহ মামলার রায়ের জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে হতো ।

ইউনিয়ন পরিষদেই  গ্রাম আদালত হওয়ায় কেউ কোন অভিযোগ আনলে পরিষদ গ্রাম আদালতের এখতিয়ারভুক্ত অভিযোগগুলো গ্রহন করে এবং নিয়মানুয়াযী সর্বোচ্চ ৯০ দিনের মধ্যে মামলার নিষ্পত্তি করা হয়।

মাদারীপুর লিগ্যাল এইড এসোসিয়েশন ,গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, ইউরোপিয়ান ইউনিয়ন ও ইউএনডিপি’র আর্থিক সহযোগিতায় স্থানীয় সরকার বিভাগ ২০১৭ সালে বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (২য় পর্যায়) প্রকল্প সারাদেশে ২৭ টি জেলায় ১০৮০টি ইউনিয়নে কার্যক্রম চলমান রয়েছে। এই প্রকল্পের আওতায় ইসলামপুর উপজেলার ১২টি ইউনিয়ন অন্তর্ভুক্ত আছে।

২০১৭ সালের জুলাই মাস হতে সেপ্টেম্বর ২০১৮ পর্যন্ত জেলার ইসলামপুর উপজেলায় ৬০৯  টি মামলা গ্রহন করা হয়েছে। এর মধ্যে ৬০৫ টি মামলা নিস্পত্তি হয়েছে এবং ৪টি মামলা চলমান রয়েছে। নিস্পত্তিকৃত মামলা থেকে ৫৩লাখ ১৮হাজার ৬০২ টাকা ক্ষতিপুরন আদায় হয়েছে ।


⇘সংবাদদাতা: লিয়াকত হোসাইন লায়ন
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top