বাঁশখালীর ছনুয়া ইউপির উদ্যোগে সাংসদ মোস্তাফিজুর রহমানকে গণসংবর্ধনা

S M Ashraful Azom
0
বাঁশখালীর ছনুয়া ইউপির উদ্যোগে সাংসদ মোস্তাফিজুর রহমানকে গণসংবর্ধনা
শিব্বির আহমদ রানা, চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের বাঁশখালী থেকে ২য় বারের মত নির্বাচিত সাংসদ আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরীকে ছনুয়া ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামীলীগের উদ্যোগে বিশাল গণসংবর্ধনা দেওয়া হয়েছে। 

ছনুয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জিল্লুল করিম শরীফির সভাপতিত্বে শনিবার (২৬ জানুয়ারী) বিকালে ছনুয়া উপকূলীয় হোসাইনীয়া মাদরাসা প্রাঙ্গণে এ গণসংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

বাঁশখালী উপজেলা সদর প্রধান সড়ক হয়ে ছনুয়া ইউনিয়ন জুড়ে বিভিন্ন নেতাকর্মি, সংগঠন ও শিক্ষাপ্রতিষ্ঠানের উদ্যোগে প্রধান অতিথিকে অভিনন্দন জানাতে ২ শাতাধিক গেইট করা হয়েছে।

চট্টগ্রাম-১৬ বাঁশখালী সংসদীয় আসনের সাংসদ আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী গণসংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বলেন, ছনুয়া তথা দক্ষিণ বাঁশখালীর উপকূলীয় এলাকার লোকজন আমাকে প্রচুর ভালোবাসেন। তারা আমাকে বিপুল ভোট দিয়ে জীবন বাজি রেখে ২য় বারের মতো সংসদ সদস্য হিসেবে নির্বাচিত করেছেন। আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। শীগ্রই বাঁশখালীকে মডেল বাঁশখালী হিসেবে উপহার দিতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে কাজ করে যাবো। তিনি আগামী উপজেলা নির্বাচনে যাকে প্রার্থী ঘোষণা করা হবে তার পক্ষ হয়ে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে আহ্বান জানান।
Banshkhari's Chhnua UP's MP Mostafizur Rahman's mass appeal
বি‌শেষ অ‌তিথি হি‌সে‌বে উপ‌স্থিত ছি‌লেন চট্টগ্রাম দ‌ক্ষিণ জেলা আওয়ামীলী‌গের শ্রম বিষয়ক সম্পাদক মো. খোর‌শেদ আলম, বাঁশখালী উপ‌জেলা আওয়ামীলী‌গের সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুল গফুর, সরল ইউ‌নিয়‌নের চেয়ারম্যান র‌শিদ আহমদ, উপ‌জেলা আওয়ামীলী‌গের সাংগঠ‌নিক সম্পাদক ও সাধনপুর ইউ‌নিয়‌নের চেয়ারম্যান ম‌হিউ‌দ্দিন চৌধুরী খোকা, কালীপুর ইউ‌নিয়‌নের চেয়ারম্যান এড‌ভো‌কেট আ.ন.ম শাহাদত আলম, চাম্বল ইউ‌নিয়‌নের চেয়ারম্যান মু‌জিবুল হক চৌধুরী, শেখেরখীল ইউ‌নিয়‌নের চেয়ারম্যান মোঃ ইয়া‌ছিন, প্রধানবক্তার বক্তব্য রাখেন ছনুয়া ইউ‌নিয়‌নের চেয়ারম্যান মোঃ হারুনুর রশিদ, শীলকূপ ইউ‌নিয়‌নের সা‌বেক চেয়ারম্যান মোজা‌ম্মেল হক সিকদার, উপ‌জেলা ম‌হিলা আওয়ামীলী‌গের সভাপ‌তি রেহেনা আক্তার কা‌জেমী, আওয়ামীলীগ নেতা আক্তার হো‌সেন ও জা‌হেদ আকবর জেবু প্রমূখ।

এছাড়াও অনুষ্ঠা‌নে উপ‌স্থিত ছি‌লেন ও বক্তব্য রা‌খেন, আওয়ামীলীগ নেতা ফি‌রোজ আহমদ, পুইছ‌ড়ি ইউ‌নিয়ন আওয়ামীলী‌গের সভাপ‌তি মু‌জিবুল হক, শহীদুল ইসলাম বাবুল, আলমগীর কবির চৌধুরী, পুইছড়ি ইউনিয়ন যুবলীগ সভাপতি আতাউর রহমান চৌধুরী ফরহাদ, যুবলীগ নেতা আবুল কালাম আজাদ, যুবলীগ নেতা আনছারুল হক, পুইছড়ি ইউপি ছাত্রলীগ সভাপতি এম এ কাশেম, ছাত্রলীগ নেতা মো. রুবেল প্রমুখ।
⇘সংবাদদাতা: শিব্বির আহমদ রানা

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top