
মধুপুর প্রতিনিধি: টাঙ্গাইলে ধনবাড়ীতে আজ শুক্রবার কৃষি মন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক এমপিকে উপজেলা নাগরিক কমিটিার পক্ষ থেকে গণসংবর্ধনা দেয়া হবে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে এমপি নির্বাচিত এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কৃষি মন্ত্রী হিসাবে স্থান পাওয়ায় ধনবাড়ী নাগরিক কমিটির আহবায়ক উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব বদিউল আলম মঞ্জুর সভাপতিত্বে গণসংবর্ধনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন সংবর্ধিত কৃষি মন্ত্রী ড. মো. আব্দুর রাজাক এমপি। বিশেষ অতিথি হিসাবে থাকবেন টাঙ্গাইল জেলা পরিষদ চেয়ারম্যান, জেলা আওয়ামী লীগের সভাপতি, সাবেক সংসদ ফজলুর রহমান খান ফারুক, টাঙ্গাইল-৮ (সখিপুর-বাসাইল) আসনের এমপি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম, টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূয়াপুর) আসনের এমপি তানভীর হানার ছোট মণির প্রমুখ।
সংবর্ধনা প্রস্তুতি কমিটির সদস্য সচিব উপজেলা পরিষদ চেয়ারম্যান মীর ফারুক আহমাদ ফরিদ ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি হারুনার রশিদ হিরা জানান, মাননীয় কৃষি মন্ত্রীকে সংবর্ধনা দেয়ার সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। তারা আরও জানান, সংবর্ধনা সভায় সংবর্ধিত কৃষি মন্ত্রীকে শুধুমাত্র ফুলেল শুভেচ্ছা জানানো যাবে। কোন প্রকার উপহার বা ক্রেষ্ট প্রদান করা যাবে না। তবে সংবর্ধনা সভায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সদ্য সমাপ্ত একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর ধনবাড়ীতে স্থানীয় সংসদ কৃষি মন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক এর গণসংবর্ধনাকে কেন্দ্র করে উৎসবমূখর পরিবেশ বিরাজ করছে।
উক্ত সংবর্ধনা উপলক্ষে টাঙ্গাইল-জামালপুর মহাসড়কে ডজন খানেক তোরণ নির্মাণ এবং ধরবাড়ী সরকারী কলেজ মাঠে নৌকা আকৃতির সু-বিশাল প্যান্ডেল তৈরী করা হয়েছে।

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।