
ধুনট প্রতিনিধি: বগুড়ার ধুনট উপজেলায় দুটি শিক্ষা প্রতিষ্ঠানের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, শুভেচ্ছা স্মারক প্রদান, নবীন শিক্ষার্থীদের বরণ ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
সোমবার দুপুরের দিকে ধুনট সরকারি এন.ইউ পাইলট মডেল উচ্চ বিদ্যালয় ও ধুনট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে এসব উপকরণ বিতরণ করা হয়। বিদ্যালয় দু’টিতে পৃথক পৃথক ভাবে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ধুনট উপজেলা নির্বাহি কর্মকর্তা রাজিয়া সুলতানা।
ধুনট সরকারি এন.ইউ পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মশিউর রহমানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন ধুনট উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক টি.আই.এম নুরুন্নবী তারিক, ধুনট উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস.এম জিন্নাহ, ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন, ধুনট সরকারি এন.ইউ পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক মোজাম্মেল, সহকারী প্রধান শিক্ষক তফিজ উদ্দিন, সহকারী শিক্ষক শংকর কুমার ঘোষ, উজ্জক কুমার, শিক্ষার্থী তানজিম আরা তৃপ্তি, রোমান, আবু রায়হান, নুশরাত প্রমুখ।
অপরদিকে ধুনট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ পরিচালনা কমিটির সদস্য প্রভাষক আনিসুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন ধুনট পৌরসভার মেয়র এজিএম বাদশাহ্, প্রতিষ্ঠানের অধ্যক্ষ বিকাশ চন্দ্র সাহা, সহকারী প্রধান শিক্ষক জাহানারা খাতুন, ধুনট মহিলা কলেজের অধ্যক্ষ জিয়াউল হক, আমিনা মুনসুর ডিগ্রী কলেজের অধ্যক্ষ ফরিদ উদ্দিন, সহকারী শিক্ষক ইমদাদুল হক মিলন, অভিভাবক সদস্য আল-আমিন, হাসনা হেনা, সাবেক অভিভাবক সদস্য ইবনে সউদ জনি, তোজাম ফকির, শিক্ষার্থী নুশরাত জাহান নিহা, ফারিয়া ওমর ফিমা, তাসলিমা আক্তার ও তন্দ্রা দেব প্রমুখ।
⇘সংবাদদাতা: ধুনট প্রতিনিধি

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।