![]() |
| নিখোঁজ প্রতিবন্ধি মালতী খাতুন |
কাজিপুর প্রতিনিধি: কাজিপুরের গান্ধাইল গ্রামের শাহজাহান -হামিদা দম্পতির নিখোঁজ বুদ্ধি প্রতিবন্ধি মেয়ে মালতী খাতুনের (১১) চারমাসেও সন্ধান মেলেনি।
সোমবার দুপুরে শাহজাহান আলী সাংবাদিকদের জানান, ১৫ সেপ্টেম্বর পাশের একডালা গ্রাম থেকে নিজ বাড়ীতে রওনা হয়ে তার মেয়ে আর ফিরে আসেনি।
মেয়েটির গায়ের রং কালো, ৪ ফুট লম্বা, পরনে ছিল ফ্রগ জামা। এ বিষয়ে কাজিপুর থানায় জিডি করা হয়েছে। এদিকে বুদ্ধি প্রতিবন্ধি মেয়েটিকে ফিরে না পেয়ে দরিদ্র পিতা-মাতা শোকে দিশেহারা হয়ে পড়েছেন।
মেয়েটির সন্ধান পেলে ০১৭৯৩৯৯২৫৩৪ নং যোগাযোগের জন্য মেয়েটির পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।
⇘সংবাদদাতা: কাজিপুর প্রতিনিধি


খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।