একুশে বইমেলায় আসছে ছড়াকার তুষারের 'আত্মশুদ্ধি'

S M Ashraful Azom
0
একুশে বইমেলায় আসছে ছড়াকার তুষারের 'আত্মশুদ্ধি'
তরুণ ছড়াকার ইসলামুল হক তুষার ও “আত্মশুদ্ধি”

শিব্বির আহমদ রানা, চট্টগ্রাম প্রতিনিধি: অমর একুশে বইমেলা ২০১৯ উপলক্ষে প্রথমবারের মতো বের হচ্ছে আবৃতিশিল্পী ও তরুণ ছড়াকার ইসলামুল হক তুষারের "আত্মশুদ্ধি" নামক শিশু কিশোর উপযোগী ছড়ার বই। আত্মশুদ্ধি শব্দের অর্থ হলো নিজের পাপের অনুশোচনা। বইটি ইসলামী ভাবধারার একটি বই। বইটি পড়ে নিজের মধ্যে অনুশোচনা বোধ জাগ্রত হবে এমনটি আশা ব্যক্ত করেন তরুণ ওই ছড়াকার।

ইসলামুল হক তুষার শিশুদেরকে নিয়েই কাজ করতে পছন্দ করেন। লেখালেখির শুরুতেই দেশের বিভিন্ন সাপ্তাহিক, পাক্ষিক, মাসিক, স্থানীয় ও জাতীয় বিভিন্ন পত্র-পত্রিকায় নিয়মিত প্রকাশিত হচ্ছে তুষারের লেখা। তিনি বিনোদনের মাধ্যমে তার লেখায় শিক্ষনীয় ম্যাসেজ দেওয়ার চেষ্টা করেন। মূলত শিশুকিশোরদের তিনি মানবতা ও বাস্তব জীবনমুখী কাজ করতে চান।

লেখালেখির আগ্রহ নিয়ে জানতে চাইলে ইসলামুল হক তুষার বলেন, ইচ্ছা আছে আজীবন সাহিত্য সাধনা করে যাবো; ছড়া-কবিতার মাধ্যমে সমাজের অসঙ্গতি তুলে ধরব। শিশুদের বাস্তব জীবনমূখী করতে, আগামীর শিশুদের সাহিত্যচেতনায় জাগ্রত করতে নিরলস কাজ করতে চাই। শিশুরা একেবারেই অনুকরণপ্রিয়। তারা চারা গাছের মতো। শুরুতেই ভালো যত্ন নিলে এরা ফুল হয়ে সৌরভ ছড়াবে। এরাই হবে দেশ ও জাতীর ভবিষ্যত কর্ণধর। আগামীর স্বদেশ এদের হাতছানি দিয়ে ডাকছে। তাই এদের সুষ্টু মেধার বিকাশে কাজ করাটাই বড় আনন্দের।

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার জলদী পৌরসভার দক্ষিণ জলদী রঙ্গিয়াঘোনায় ২০০২ খ্রিষ্ঠাব্দে ১০ এপ্রিল জন্মগ্রহণ করেন। ৬ ভাই ১ বোনের মধ্যে তিনি ৬ষ্ঠ তম। তার জীবনের শুরুটা ছিল ইসলামিক সঙ্গিত চর্চার মধ্য দিয়ে। যখন দ্বিতীয় শ্রেণীতে পড়ে তখন থেকে সঙ্গিত চর্চ্চা করতেন। ২০১০ সালে ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত জাতীয় শিশু কিশোর প্রতিযোগিতায় উপজেলা পর্যায়ে ৩য় স্থান অর্জন করেন। এছাড়া বিভিন্ন সাংস্কৃতিক অঙ্গন থেকে গান, অভিনয়, আযান ইত্যাদিতে পেয়েছেন সনদ ও সম্মাননা। ২০১৫ সালে Debate Bangladesh -এ এসে জাতীয় পর্যায়ে যাওয়ার সুযোগও পায়। এরপর থেকে চলছে নিয়মিত গান, কবিতা, অভিনয়, উপস্থাপনা চর্চা।

খুব ছোটবেলা থেকেই বিভিন্ন সাহিত্যিকের বই পড়া শুরু করেন। সপ্তম শ্রেণীতেই এসে লেখালেখির হাতেখড়ি হয় কিশোর তুষারের। নিয়মিত লিখে আসছেন ছড়া-কবিতা। জীবনের প্রথম লেখা ছিলো 'কিশোর বন্ধু' নামক ছড়া। সেটাই সর্বপ্রথম লেখা যা প্রকাশিত হয় মাসিক 'নতুন কিশোর কন্ঠে'। এর পরে শিশু কিশোর মাসিক দ্বীন দুনিয়া, মাসিক সাহিত্য রস, মাসিক লেখালয়, মাসিক জলকদর, মাসিক ঝাঁজ, মাসিক কারেন্ট নিউজ, পাক্ষিক সবুজ বাংলা, ত্রৈমাসিক প্রতিধ্বনি, প্রিয় বাঁশখালী সহ জাতীয় পত্রিকাগুলোতে। জাতীয় দৈনিক যায়যায়দিন পত্রিকায় 'পথের শিশু' লেখাটি ছাপে।

২১ সেপ্টেম্বর ২০১৮ সালে 'সাহিত্য রস' কর্তৃক তরুণ সাহিত্যিক হিসেবে 'সাহিত্য রস সম্মাননা' পান তিনি। একই বছরের ২০ নভেম্বর ইউনিসেফ মিনা মেডিয়া এ্যাওয়ার্ড'১৮-এ ছড়া কবিতায় দেশের পাঁচ জন অনুমোদন প্রাপ্তদের একজন নির্বাচিত হন।

এ পর্যন্ত তার স্বরচিত ছড়া কবিতার সংখ্যা দুইশ পেরিয়েছে। একই সাথে চলছে এখনো গান, আবৃত্তি, উপস্থাপনা ইত্যাদির চর্চা। তার লেখালেখি এবং গান গাওয়ার পেছনে মেজো ভাইয়ের অবদান অনেক বেশি। বর্তমানে বায়তুশ শরফ আদর্শ কামিল মাদ্রাসায় আলিম ১ম বর্ষে বিজ্ঞান গ্রুপে অধ্যয়নরত।

ছড়াকার তুষারের 'আত্মশুদ্ধি'র প্রচ্ছদ করেছেন বিন আরফান। প্রকাশ করেছে সাহিত্যরস প্রকাশনা। মূল্য : ৩৫ টাকা। বইটি পাওয়া যাবে অমর একুশে গ্রন্থমেলার সাহিত্যরস প্রকাশনীতে।

প্রকাশক বিন আরাফান জানান, 'আত্মশুদ্ধি' একটি অসাধারণ ছন্দবদ্ধ ভাষায় লেখা ৪০ টি ছড়া রয়েছে বইটিতে। আশা করি শিশু কিশোর উপযোগী বইটি সবার ভালো লাগবে।


⇘সংবাদদাতা: শিব্বির আহমদ রানা

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top