পলাশবাড়ীতে দাদন ব্যবসায়ীর হয়রানী: ভুক্তভোগীদের মানববন্ধন

S M Ashraful Azom
0
পলাশবাড়ীতে দাদন ব্যবসায়ীর হয়রানী: ভুক্তভোগীদের মানববন্ধন
গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধা জেলা পলাশবাড়ী উপজেলা মৎস্যজীবীলীগ সভাপতি মনিরুজ্জামান রাসেল তার পিতা নুরুল আমিন মন্ডল ও মাতা আরজিনা বেগমের দাদন ব্যবসায় হযরানীর ও তাদের ইন্ধনের বিভিন্ন মামলা মোকাদ্দমায় হয়রানীর স্বীকার স্থানীয় ভুক্তভোগীদের অংশ গ্রহনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

আজ ২০ জানুয়ারী রবিবার দুপুরে পলাশবাড়ী উপজেলার মহদীপুর ইউনিয়নের নয়াবাজারস্থ রাস্তার উপরে এসব ভুক্তভোগীদের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ মানববন্ধনে কয়েকশত নারী পুরুষ অংশ গ্রহন করেন। মানবন্ধনে উপস্থিত স্থানীয় ভুক্তভোগী নারী পুরুষের বলেন মৎস্যজীবি লীগ নেতা মনিরুজ্জামান রাসেল তার বাবা নুরুল আমিন মা আরজিনা বেগম স্থানীয় দরিদ্র মানুষদের দাদনে টাকা পয়সা দিয়ে লাভংশ গ্রহন করেন এবং এসব দাদনের টাকা দিতে দেরী হলে বা দিতে না পারলে শাররিক নির্যাতন করা সহ বিভিন্ন মামলা মোকাদ্দমায় জড়িয়ে ও নানা ভাবে হয়রানী করে। তাদের এ অপকর্মের তদন্ত সাপেক্ষে বিচার ও শাস্তি কামনা করেন ভুক্তভোগীরা।

এবিষয়ে উপজেলা মৎস্যজীবিলীগ সভাপতি মনিরুজ্জামান রাসেল জানান, গত কয়েকদিন আগে আমার বসতবাড়ী চুরি হয়।এ ঘটনায় আমরা অজ্ঞাতদের নামে মামলা করি। মামলার তদন্ত চলছে থানা পুলিশ তদন্ত অব্যহত রেখেছেন। আমার পরিবারের বিরুদ্ধে একটি মহল ষরযন্ত্র করে এসব করছে।


⇘সংবাদদাতা: গাইবান্ধা প্রতিনিধি
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top