
আব্দুল জলিল, কাজিপুর প্রতিনিধি: কাজিপুর প্রেসক্লাবের সদস্য ও দৈনিক আমারদেশ পত্রিকার কাজিপুর প্রতিনিধি সদ্য প্রয়াত সাংবাদিক জহুরুল ইসলামের বিধবা স্ত্রী ডলি খাতুন পেলেন মানবিক সহায়তা।
কাজিপুরের স্বেচ্ছাসেবি সংগঠন ভয়েস অব কাজিপুর মঙ্গলবার দুপুরে তার বাড়িতে গিয়ে এই সহায়তা তুলে দেন। অসচ্ছল এই সাংবাদিকের পরিবারকে একটি সেলাই মেশিন ও নগদ পাঁচ হাজার টাকা প্রদান করেন সংগঠনের সভাপতি প্রকৌশলী সাখাওয়াত হোসেন, সাধারন সম্পাদক আব্দুল মজিদ বাবু, প্রতিষ্ঠাতা আশকার পাইন, প্রধান উপদেষ্টা জান্নাতুল হক শাপলা, সিনিয়র সহ সভাপতি ও বসুন্ধরা গ্রুপের এজিএম এস্টেট আমিনুল ইসলাম, কার্যকরি সদস্য রেজাউল হক মুন্না, তরিকুল ইসলাম চিশতি, আব্দুল মান্নান প্রমূখ।
⇘সংবাদদাতা: আব্দুল জলিল

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।