
বকশীগঞ্জ প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে সামাজিক নিরাপত্তা বেষ্টনি কার্যক্রমের ভাতা সমূহ ডিজিটাল উপায়ে প্রদান উপলক্ষে সচেতনতা কর্মসূচি মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
তথ্য ও যোগাযোগ বিভাগের এটুআই প্রোগ্রামের সহযোগিতায় এবং উপজেলা সমাজ সেবা অফিসের উদ্যোগে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দেওয়ান মোহাম্মদ তাজুল ইসলাম।
এ সময় বক্তব্য রাখেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মিনহাজ উদ্দিন, সদর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, মুক্তিযোদ্ধা মো. শাহাজামাল প্রমুখ।
এই কর্মসূচির মাধ্যমে বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা সহ বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচির টাকা ডিজিটাল উপায়ে ভুক্তভোগীদের প্রদান করা হবে । এতে করে সেবাগ্রহণকারীদের আর দুর্ভোগ পোহাতে হবে না।
⇘সংবাদদাতা: বকশীগঞ্জ প্রতিনিধি
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।