শফিকুল ইসলাম, রৌমারী প্রতিনিধি: বাংলাদেশ পুলিশ রংপুর রেঞ্জ এর অতিরিক্ত ডিআইজি (অ্যাডমিন এন্ড ফিন্যাস) মো. মজিদ আলী (বিপিএম) বলেন, যে অঞ্চলের জনপ্রতিনিধিরা মাদকের সাথে জড়িত সে অঞ্চলের উন্নয়ন হতে পারেনা। আগে আমাকে ভালো হতে হবে তাহলে অন্য কে ভালো করা সম্ভব। উপজেলাটিকে মাদক ও সন্ত্রাসমুক্ত করতে পুলিশকে জনপ্রতিনিধিগণ, কমিউনিটি পুলিশিং কমিটিসহ সর্বস্তরের জনগণকে সার্বিক সহযোগীতা করতে হবে। এই পবিত্র ভূমিতে সন্ত্রাস, জঙ্গিবাদের আশ্রয় হবে না।
২৮ জানুয়ারী (সোমবার) বিকাল ৩টার দিকে কুড়িগ্রাম জেলার রৌমারী থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, কুড়িগ্রাম জেলা পুলিশ সুপার মো: মেহেদুল করীম, রৌমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: মজিবুর রহমান বঙ্গবাসী, রৌমারী উপজেলা নির্বাহী অফিসার দীপঙ্কর রায়, সিনিয়র সহকারী পুলিশ সুপার (রৌমারী সার্কেল) মো. শহীদ সোহরাওয়ার্দী, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো: রেজাউল ইসলাম মিনু, রৌমারী সদর ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম শালু, রৌমারী ডিগ্রি কলেজের অধ্যক্ষ সামিউল ইসলাম জীবন, চরশৌলমারী ইউপি চেয়ারম্যান কেএম ফজলুল হক মন্ডল প্রমূখ।
⇘সংবাদদাতা: শফিকুল ইসলাম

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।