
সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জে মহাসড়কে অভিযান চালিয়ে ১শ ৮০ বোতল ফেন্সিডিলসহ তিন মাদক বিক্রেতাকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটেলিয়ন র্যাব-১২ সদস্যরা।
মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কে টোল প্লাজার পাশে অস্থায়ী চেকপোষ্ট বসিয়ে যাত্রীবাহী দেশ পরিবহন ট্রাভেলসে তল্লাশী চালিয়ে তাদের আটক করা হয়েছে।
আটকরা হলেন, চাপাই নবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার জুড়পাড়া গ্রামের মোজাম্মেল হকের ছেলে রাজু আহম্মেদ (২৩) ও তার স্ত্রী মায়া আক্তার রিনা প্রামানিক এবং বগুড়া জেলার গাবতলী উপজেলার পাড়া বাইলা গ্রামের মৃত সোবাহান প্রামানিকের ছেলে আবু তালেব (৪৩)।
র্যাব-১২ স্পেশাল কোম্পানী, সিরাজগঞ্জ ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেজর এসএম মোর্শেদ হাসান এ তথ্য নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বঙ্গবন্ধু পশ্চিম টোল প্লাজার পাশে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকাগামী দেশ ট্রাভেলস তল্লাশী চালিয়ে ১শ ৮০ বোতল ফেন্সিডিল, ০৩ টি মোবাইলসেট ও নগদ টাকাসহ ওই তিনজনকে আটক করা হয়। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।
⇘সংবাদদাতা: সিরাজগঞ্জ প্রতিনিধি

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।