বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: জামালপুর জেলার বকশীগঞ্জ পৌরসভার তিনানী পাড়া গ্রামে গরু ব্যবসায়ী মো. দুলা মিয়ার কাছ থেকে সাড়ে তিন লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে।
এ ঘটনায় একই গ্রামের মো. রফিকুল ইসলাম, মো. মাহাজল ও রুবেল মিয়ার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, গরু ব্যবসায়ী দুলা মিয়া পরিবার দীর্ঘদিন ধরে অভিযুক্তদের সঙ্গে জমি-জমা সংক্রান্ত বিরোধে জড়িয়ে রয়েছেন।
এ বিষয়ে ২০১৭ সালে জামালপুরের বিজ্ঞ যুগ্ম জেলা জজ দ্বিতীয় আদালতে (মামলা নং–৭৫/২০১৭) একটি বাটোয়ারা মামলা দায়ের করা হয়, যা বর্তমানে নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে। আগামী ২৭ অক্টোবর মামলার শুনানির দিন ধার্য রয়েছে।
অভিযোগকারী দুলা মিয়া জানান, মামলার নিষ্পত্তি ঘনিয়ে আসায় অভিযুক্তরা বিভিন্নভাবে তাকে ভয়ভীতি ও হুমকি প্রদান করে আসছিলেন।
তিনি আরও বলেন, “আমি সব সময় সতর্কভাবে চলাফেরা করায় তারা এতদিন কোনো ক্ষতি করতে পারেনি। কিন্তু বুধবার (২২ অক্টোবর) সন্ধ্যায় আমি গরু হাট বাজার থেকে বাড়ি ফেরার পথে তিনানী পাড়া গ্রামের রাশেদ রিমি ফিলিং স্টেশনের কাছাকাছি পৌঁছালে অভিযুক্তরা অতর্কিতভাবে আমার ওপর হামলা চালায়।”
তিনি অভিযোগ করেন, “হামলাকারীরা প্রথমে আমাকে কিল-ঘুষি ও লাঠি দিয়ে মারধর করে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। এক পর্যায়ে তারা আমাকে বিবস্ত্র করে ফেলে এবং আমার কাছে থাকা ব্যবসার তিন লাখ পঞ্চাশ হাজার টাকা ছিনিয়ে নেয়। পরে আমার পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন খবর পেয়ে ঘটনাস্থলে এলে তারা দ্রুত পালিয়ে যায়।”
পরবর্তীতে দুলা মিয়া বকশীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তিনি আরও জানান, “আমি থানায় অভিযোগ করার পর অভিযুক্তরা উল্টো নিজেদের ঘরবাড়ি ভাঙচুর করে আমাদের পরিবারের ওপর দোষ চাপানোর চেষ্টা করছে।”
এ বিষয়ে বকশীগঞ্জ থানার একটি সূত্র জানায়, অভিযোগটি তদন্তাধীন রয়েছে। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
সূত্র: /সেবা হট নিউজ: সত্য প্রকাশ্যে আপোষহীন
বকশীগঞ্জ - নিয়ে আরও পড়ুন

বকশীগঞ্জে নিখোঁজের পরদিন ধান ক্ষেত থেকে শিশুর মরদেহ উদ্ধার

বকশীগঞ্জে সাংবাদিক নাদিমের কবর জিয়ারত

বকশীগঞ্জে সবজির দাম আকাশচুম্বী, আগাম চাষে ঝুঁকছেন কৃষক

বকশীগঞ্জে তারুণ্য উৎসব ২০২৫ উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

বকশীগঞ্জে জামায়াতে ইসলামীর কমিটি গঠন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।