গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় শ্যামলী পরিবহনের যাত্রীবাহী কোচের ধাক্কায় অটো ভ্যানের দুুইজন যাত্রী নিহত হয়েছে। এসময় ওই ভ্যানে থাকা আরও তিন যাত্রী আহত হন। মঙ্গলবার রাতে ওই উপজেলার বাগদা ফার্ম এলাকায় এই ঘটনা ঘটে।
জানা যায়, দিনাজপুর থেকে ছেড়ে ঢাকা উদ্দেশ্যে যাচ্ছিল শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী নাইট কোচ। কোচটি উপজেলার বাগদা ফার্ম এলাকায় পৌছলে অটো ভ্যান যাত্রীসহ গোবিন্দগঞ্জ-দিনাজপুর রোডে ওঠা মাত্রই ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। আহত হয় তিনজন। ভ্যানে থাকা অন্য যাত্রীরা গুরুত্বর অাহত হওয়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
এই রিপোর্ট লেখা পর্যন্ত কারও পরিচয় পাওয়া যায়নি। কোচটির যাত্রীসহ ড্রাইভার, হেলপার ও সুপারভাইকে থানায় নেয়া হয়েছে।
⇘সংবাদদাতা: গাইবান্ধা প্রতিনিধি


খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।