উপজেলা নির্বাচন/১৯:সোনাতলায় সম্ভাব্য প্রার্থী তালিকায় নবীনরা বেশি

S M Ashraful Azom
0
উপজেলা নির্বাচন/১৯:সোনাতলায় সম্ভাব্য প্রার্থী তালিকায় নবীনরা বেশি
আল মামুন, সোনাতলা প্রতিনিধি: নির্বাচন কমিশন এবারেই প্রথম দলীয় প্রতীকে উপজেলা নির্বাচন আগামী মার্চ মাসে অনুষ্ঠিত করার ঘোষনা দেওয়ায় বগুড়ার সোনাতলায় উপজেলা নির্বাচনে সম্ভাব্য প্রার্থীরা নড়েচড়ে বসেছে। আর সম্ভাব্য প্রার্থী তালিকায় রয়েছে নবীন প্রার্থীরা। আসন্ন উপজেলা নির্বাচনে ভোটারদের মুখে মুখে সম্ভাব্য প্রার্থীর তালিকায় আওয়ামীলীগের একাধিক ও  বিএনপি‘র একাধিক প্রার্থীর নাম শোনা যাচ্ছে। তবে জাতীয় পার্টি কিংবা জাসদের কোন প্রার্থীর নাম এখনও শোনা যায়নি। 

বগুড়ার সোনাতলা উপজেলায় একটি পৌরসভা ও সাতটি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা প্রায় ১ লাখ ৪৩ হাজার। 

এরশাদ সরকারের শাসনামলে প্রথম উপজেলা পরিষদ নির্বাচনে সাবেক প্রাদেশিক পরিষদের এমএলএ মরহুম সৈয়দ আহম্মদের ২য় পুত্র অধ্যক্ষ নজবুল হক নির্বাচিত হন। এরপর ২০০৯ সালে ও ২০১৪ সালে উপজেলা বিএনপির সভাপতি ও জেলা বিএনপির সহ-সভাপতি একেএম আহসানুল তৈয়ব জাকির নির্বাচিত হন। এবারেই প্রথম দলীয় প্রতীকে উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হওয়ার ঘোষনা দেয়ায় দলীয় মনোনয়ন পেতে আওয়ামীলীঘ ও বিএনপির সম্ভাব্য প্রার্থীরা নড়েচড়ে বসেছে। এমনকি দলীয় মনোনয়ন পেতে হাই কমান্ডের সাথে গ্রুপিং লবিং চালিয়ে যাচ্ছে।

বগুড়ার সোনাতলা উপজেলায় সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী তালিকায় যাদের নাম শোনা যাচ্ছে তারা হলেন, অধ্যক্ষ নজবুল হক, একেএম আহসানুল তৈয়ব জাকির, অধ্যক্ষ মিনহাদুজ্জামান লীটন, এ্যাড মোঃ ফজলুল হক সবুজ, এ্যাড জাকির হোসেন নবাব, ইঞ্জিনিয়ার মেজবাউল হক জুলু, আছালত জামান, একেএম লুৎফুল বারী মুকুল, একেএম শাকিল রেজা বাবলা, মোঃ মাজেদুর রহমান জুয়েল।
ওই উপজেলায় ভোটাররা এবার বিকল্প চিন্তা করছে। তারা প্রতীকের চেয়ে ব্যক্তিকে বেশি গুরুত্ব দেবে বলে জানা গেছে।

ইতিমধ্যেই সম্ভাব্য প্রার্থীদের কেউ কেউ এলাকায় পোস্টার, লিপলেট, ফেস্টুন, ব্যানার টানিয়ে দিয়ে এলাকাবাসীদের শুভেচ্ছা বিনিময় করছেন। আবার গণসংযোগ, সভা সমাবেশ, মতবিনিময় করে চলছেন। 

তবে ওই নির্বাচনী আসনে ভোটাররা এবার বিকল্প চিন্তা করছেন। তারা উন্নয়নের পক্ষে থাকতে চায়। দলমত নির্বিশেষে যে এলাকার উন্নয়ন করবে তার পক্ষে রায় দিবে।


⇘সংবাদদাতা: আল মামুন

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top