ভ্রমন: ঘুরে আসুন “চায়না বাধ”

S M Ashraful Azom
0
ভ্রমন: ঘুরে আসুন “চায়না বাধ”
সিরাজগঞ্জের “চায়না বাঁধ” - ছবি আদার বেপারী

সেবা ভ্রমন ডেস্ক: কেমন হয়, যদি আপনার বসার জায়গা সবুজ ঘাষ আর দুইপাশে নদী। না নামটা শুনে আপনাকে চায়না তে যেতে হবে না। এটা বাংলাদেশেই অবস্থিত। এটা কোন দ্বিপ নয়, সিরাজগঞ্জের চায়না বাঁধ। মনটাকে ফুরফুরে করতে ঘুরে আসতে পারেন সিরাজগঞ্জের চায়না বাঁধ থেকে। সিরাজগঞ্জ শহরের সাথেই এই চায়না বাঁধ। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড সিরাজগঞ্জ জেলা শহর থেকে ২ কিলোমিটার দূরে যমুনা নদীর কূল ঘিরে তৈরি করা হয়েছে এই চায়না বাঁধ। বাঁধের মূল ফটক থেকে নদীর ২ কিলোমিটার গভীরে চলে গেছে বাঁধের শেষ প্রান্ত। মূল গেট থেকে পিচ ঢালা রাস্তা সহজেই যেতে পারবেন বাঁধের শেষ প্রান্তে।



















যমুনা নদীর এই চায়না বাঁধে সারাদেশ থেকে প্রতিদিন অসংখ্য মানুষ বেড়াতে আসে। বাঁধে বসে থাকতে ভালো লাগবে, ভালো লাগবে আশেপাশের পরিবেশ উপভোগ করতে। আর নদীতে নৌকা ভ্রমণের অভিজ্ঞতা তো এক কথায় অসাধারণ!
Visit "China Dam"
চায়না বাঁধ এর মনোরম পরিবেশ আপনাকে মুগ্ধ করবে। ছবি-আদার বেপারী

কিভাবে যাবেন চায়না বাঁধে? 

চায়না বাঁধে যাওয়ার জন্য বিমান লাগবে না। প্রথমে আপনাকে সিরাজগঞ্জ যেতে হবে। সিরাজগঞ্জ যাওয়ার জন্য মহাখালী বাসস্ট্যান্ড থেকে সকাল ৭টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত প্রতি ৩০ মিনিট পরপর অভি এবং এসআই কোম্পানির বাস ছাড়ে। ভাড়া ২৫০ টাকা জনপ্রতি। এছাড়া আপনি উওরবঙের যেকোন বাসেই যেতে পারেন, তবে আপনাকে নামতে হবে কড্ডার মোড়ে অথবা সিরাজগঞ্জ রোডে। ট্রেনে আসতে চাইলে ক্যাপ্টেন মনসুর আলী স্টেশনে নামবেন। তারপর সিএনজি নিয়ে সিরাজগঞ্জ শহরের বাজার স্টেশন আসবেন। ওখান থেকে চায়না বাঁধের রিক্সা ভাড়া ২৫/৩০ টাকা।

তবে মনে রাখবেন সিরাজগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে শেষ বাস ছাড়ে সন্ধ্যা ৭ টায়। অবশ্য আপনি চাইলে কড্ডার মোড়ে গিয়ে ঢাকাগামী যেকোন বাসে করেই ঢাকায় ফিরতে পারবেন।
তথ্য- আদার বেপারী।



⇘সংবাদদাতা: সেবা ভ্রমন ডেস্ক

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top