শফিকুল ইসলাম: বিরোধপূর্ণ জমি নিয়ে সংঘর্ষে উভয় পক্ষে নারীসহ ১০ জন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে রৌমারী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
![]() |
| রৌমারী বিরোধপূর্ণ জমি নিয়ে সংঘর্ষে আহত-১০ |
আহতদের মধ্যে ২ জনের অবস্থ্ াআশঙ্কাজনক হওয়ায় তাদেরকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার সন্ধার দিকে কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলার নয়ারহাট ইউনিয়নের খেরুয়ার চর খেয়াঘাট নামক এলাকায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সাবেক ইউপি সদস্য সেলিম গং ও নৈইম উদ্দিন গং এর মধ্যে দীর্ঘদিন থেকে জমি নিয়ে বিরোধ চলে আসছিল।
এনিয়ে আদালতে পাল্টা পাল্টিটি ৪/৫টি মামলা রয়েছে। আদালতে বিষয়টি আমলে নিয়ে সেলিমের পক্ষে ১৪৪ ধারার নোটিশ দিয়েছে।
শনিবার (২৫ অক্টোবর) ১ টার দিকে ঢুষমারী থানার পুলিশ ও সহকারী কমিশনার (ভৃমি) চিলমারী অফিস পৃথক পৃথক ভাবে নোটিশ জারিসহ ঘটনাস্থল পরিদর্শন করেন।
এখবর ছড়িয়ে পড়লে নৈইম উদ্দিন গ্রæপের লোকজন জমায়াত হতে থাকেন। পরে সেলিম গ্রæপের লোকজন বাড়ি ফেরার পথে নৈইম উদ্দিন গ্রæপের লোকজন কিছু বুঝে উঠার আগেই তাদের ওপর হামলা চালায়। এতে উভয় পক্ষের সবেদ আলী (৫৫), আমিরন (৩৫), রোকছানা খাতুন (১২), অজুফা (৪০), আনোয়ার হোসেন (৩০), গোলাম হোসেন (২৬), রিয়াজুল হক (৪০), অনুফা খাতুন (৩৫), রিনা খাতুন (৩৫) ও শফিকুল ইসলাম (৪৫) সহ ১০ জন আহত হয়।
আরও দেখুন:
স্থানীয়রা আহতদের উদ্ধার করে রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। আহতদের মধ্যে ২ জনের অবস্থ্ াআশঙ্কাজনক হওয়ায় তাদেরকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন কর্তব্যরত চিকিৎসক। অপর দিকে সেলিমের পক্ষের লোকজন চিকিৎসা নিতে আসলে শফিকুল ও হুরমুস আলী নামক দুই জনকে নৈইম উদ্দিন গ্রæপের লোকজন মারপিট করেন। পরে আশপাশের লোকজন এগিয়ে আসে এবং পরিস্থিতি শান্ত করে। এঘটনায় ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
রৌমারী থানার অফিসার ইনচার্জ সেলিম মালিক বলেন, তাদের মধ্যে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এর আগেও কয়েকবার সংঘর্ষ হয়েছে। থানায় পৃথক পৃথক অভিযোগ দায়ের করেছে, তদন্ত করে দেখা হচ্ছে,ঘটনাস্থলটি আমার এলাকা হলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
সূত্র: /সেবা হট নিউজ: সত্য প্রকাশ্যে আপোষহীন
রৌমারী- নিয়ে আরও পড়ুন

দালাল দিয়েই চলছে সমাজসেবা অফিস

রৌমারীতে জমি দখল করার অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে

রৌমারীতে মোটরসাইকেলসহ দুই চোর আটক

রৌমারীতে ক্লাস চলাকালিন সময়ে শিক্ষার্থীদের নিয়ে মানববন্ধন

রৌমারীতে বিশ্ব দৃষ্টি দিবস পালিত



খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।