
সোমবার সকালে সদর উপজেলার ভুল্লীতে মরহুম আজিজুল হক স্মৃতি সংসদের আয়োজনে ও জেলা পরিষদ সদস্য রওশনুল হক তুষারের সহযোগিতায় প্রায় ৯শতাধিক শীতার্তদের মাঝে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাঃ মনিরুজ্জামান।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় সোশ্যাল সার্ভিসেস ক্লাবের সাধারণ সম্পাদক তানভির আহম্মেদ, কোষাধ্যক্ষ ইমতিয়াজ খান, হেড অব অপারেশন ওয়ালিদ বিন তৃনয়, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের শিক্ষক মোফাস্সের হোসেন, ঠাকুরগাঁও প্রেস ক্লাবের সভাপতি মনসুর আলী, সদর থানার অফিসার ইনচার্জ আশিকুর রহমান, জেলা কৃষক লীগের সভাপতি সরকার আলাউদ্দিন, স্থানীয় ইউপি চেয়ারম্যান নুরে আলম সিদ্দিকী, জেলা পরিষদ সদস্য ও সদর থানা আ’লীগের সাংগঠনিক সম্পাদক রওশনুল হক তুষারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এ সময় বিভিন্ন এলাকা থেকে আগত প্রায় ৯শতাধিক অসহায়, গরীব ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল প্রদান করা হয়।
⇘সংবাদদাতা: ঠাকুরগাঁও প্রতিনিধি

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।