
গাইবান্ধা প্রতিনিধি : ভোটের অধিকার ফিরিয়ে দেয়া ও চালের মূল্য উর্ধ্বগতি রোধের দাবিতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে সোমবার গাইবান্ধায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা শহরের ১নং ট্রাফিক মোড়ে বিক্ষোভ মিছিল পূর্ব এক সমাবেশে বক্তব্য রাখেন জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি ও কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য কমরেড মিহির ঘোষ, জেলা কমিটির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল, ছাদেকুল ইসলাম, পঙ্কজ সরকার প্রমুখ।
সমাবেশে বক্তরা বলেন, নজীর বিহীন ভোট ডাকাতির মাধ্যমে ভুয়া সরকার গঠন করা হয়েছে। অবিলম্বে এই ভুয়া নির্বাচন বাতিল করে নিরপেক্ষ সরকারের অধিনে নির্বাচন দিতে হবে। এছাড়া সভায় চালসহ দ্রব্যমূল্য বৃদ্ধিতে ক্ষোভ প্রকাশ করে বক্তারা বলেন, জনগণের ভোটাধিকার কেড়ে নেয়া সরকারের দ্বারা আর যাই হোক সুশাসন আশা করা যায় না।
প্রশাসনের উপর ভর করে যারা চলে তাদের দ্বারা জনগণের কল্যাণ হবে না। বক্তারা জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা, দুর্নীতি লুটপাট মুক্ত ন্যায় ভিক্তিক সমাজ প্রতিষ্ঠায় দ্বিদলীয় বৃত্তের বাইরে বাম গণতান্ত্রিক শক্তির সাথে ঐক্যবদ্ধ হওয়ার জন্য দেশবাসীর প্রতি আহবান জানান। পরে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
⇘সংবাদদাতা: গাইবান্ধা প্রতিনিধি

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।