
কাজিপুর প্রতিনিধি: সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার সোনামুখী পূর্বপাড়া থেকে থানা পুলিশ দুই ইয়াবাসেবিকে আটক করেছে। আটককৃতরা হলো বগুড়া জেলার ধুনট বাজার এলাকার মৃত জসমত আলীর পুত্র মোহাম্মদ জয় (২০) ও কাজিপুর উপজেলার চকপাড়া গ্রামের ফজলুল হকের মেয়ে আঁখি খাতুন(১৯)।
সোমবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে কাজিপুর থানা পুলিশ সোনামুখী পূর্বপাড়ার দবিরুল হকের বাড়িতে অভিযান চালিয়ে ওই দুইজনকে আটক করে।
এসময় দবিরুল ও তার স্ত্রী সনেকা বেগম পালিয়ে যায়। কাজিপুর থানার অফিসার ইন চার্জ একেএম লুৎফর রহমান জানান, ‘আটককৃতরা সকাল থেকে ওই বাড়িতে অবস্থান নিয়ে ইয়াবা সেবন করে আসছিলো। এই ঘটনায় চারজনের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
⇘সংবাদদাতা: কাজিপুর প্রতিনিধি

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।