
ধুনট প্রতিনিধি: বগুড়ার ধুনট উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সাবেক পৌর প্রশাসক ও পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আকতার আলম সেলিম, ভাইস চেয়ারম্যান পদে উপজেলা কৃষক লীগের সাধারন সম্পাদক সাচ্চু মল্লিক এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে শিক্ষিকা রোমানা আফরোজ মনোনয়নপত্র দাখিল করেছেন।
রোববার দুপুরের দিকে উপজেলা নির্বাচন অফিসার শফিকুর রহমান আকন্দের নিকট প্রার্থীরা সমর্থক ও নেতাকর্মীদের সাথে নিয়ে মনোনয়নপত্র জমা দেন। তফসীল অনুযায়ী আগামী ১৮ ফেব্রুয়ারী মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ।
উপজেলা পরিষদ নির্বাচনে ধুনটে রোববার পর্যন্ত চেয়ারম্যান পদে ৭ জন, ভাইস চেয়ারম্যান পদে ৫ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৬ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
⇘সংবাদদাতা: ধুনট প্রতিনিধি
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।