
জামালপুর সংবাদদাতা ॥ জামালপুরের মেলান্দহের দ্বিতীয় শ্রেণির ছাত্র কাওসার আহমাদ (১১) বাঁচতে চায়। কাওসার মেলান্দহ জামেয়া হুছাইনিয়া আরাবিয়া মাদ্রাসার দ্বিতীয় শ্রেণিতে পড়ে। সে আদিপৈত গ্রামের হাফেজ-মাওলানা আব্দুর রাকিবের ছেলে।
মালঞ্চ মা ও শিশু হাসপাতাল, জামালপুর জেনারেল হাসপাতাল, ঢাকার ইবনে সিনা, সোহরাওয়ার্দী হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা এবং পরিক্ষা নিরিক্ষার পর জানতে পারে কাওসারের ২টি বালবই অকেজো। সোহরাওয়াদী মেডিকেল কলেজ হাসপাতালের ডাক্তাররা ওপেন হার্ট সার্জারীর পরামর্শ দিয়েছেন। এতে খরচ হবে প্রায় ৪ লাখ টাকা।
কাওসারের বাবা আব্দুর রাকিবের একমাত্র আয়ের উৎস মসজিদের ইমামতির ৪ হাজার টাকায় পরিবারের ভরনপোষণ যোগানই কঠিন। দুই বছরে চিকিৎসাখাতে বাবার জমানো ২ লাখ টাকাও খরচ হয়েছে। শিশু কাওসারের চিকিৎসার জন্য ৪লাখ টাকা নাথাকায় বিভিন্ন মহলের কাছে আর্থিক সাহায্যের আবেদন করেছেন কাওসারের বাবা।
সাহায্য পাঠানোর ঠিকানা জনতা ব্যাংক স্টেশন রোড শাখা, জামালপুর। সঞ্চয়ী হিসাব নং-০৭১৫১০২১০৬৯৯০৬, বিকাশ: ০১৭৩০৯৮৪৩১১।
⇘সংবাদদাতা: জামালপুর সংবাদদাতা

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।