
জহুরুল ইসলাম, বেলকুচি প্রতিনিধি: সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার ওলিউজ্জামানের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকালে উপজেলা সভা হলরুমে অনুষ্ঠিত হয় এই বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মাদ আলী আকন্দ, ভাইস চেয়ারম্যান আরিফুল ইসলাম সোহেল, মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা রাজিয়া মিলন, সহকারী কমিশনার (ভূমি) আফসানা ইয়াছমিন, প্রকৌশলী মঈন উদ্দিন, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ অরুনাংশ মন্ডল, প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব গাজী সাইদুর রহমান ও বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মচারী ও কর্মকর্তা সহ সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
উল্লেখ্য বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার হিসাবে ওলিউজ্জামান প্রায় ২বছর দায়িত্ব পালন করেছেন। জানা যায়, বদলী জনিত কারনে তিনি রাজশাহী পুঠিয়া উপজেলায় নির্বাহী অফিসার হিসেবে যোগদান করছেন।
এসময় বিদায়ী নির্বাহী অফিসারকে ফুলের তোরা দিয়ে বিভিন্ন সংগঠন বিদায়ী সংবর্ধনা দেয়।
⇘সংবাদদাতা: জহুরুল ইসলাম
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।