
তাড়াশ প্রতিনিধি: সিরাজগঞ্জের তাড়াশে সরকারী রাস্তা নিজের দাবী করে নির্মান কাজে বাধা দেয়ার অভিযোগ উঠেছে মজিবর রহমান নামের এক ভুমিদস্যুর বিরুদ্ধে। এ নিয়ে এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা জানান, উপজেলার নওগাঁ ইউনিয়নের মালিপাড়া গ্রামে সিরাজগঞ্জ জেলা পরিষদের বরাদ্দকৃত সিসি রাস্তা নিমার্ন শুরু হয়। কিন্ত একই গ্রামের মজিবর রহমান রাস্তার মধ্য তার জায়গা রয়েছে দাবী করে রোববার সকালে বাধা দিয়েছেন।
মালিপাড়া গ্রামের নওগা ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার গাজী আব্দুল হাকিম সরকার জানান, তাড়াশ-উল্লাপাড়া সড়ক থেকে ভবনাীপুর মোড় হতে মালিপাড়া ক্লিনিক পর্যন্ত আঞ্চলিক রাস্তাটির বয়স প্রায় একশ বছর। এ রাস্তা দিয়ে ৫ গ্রামের প্রায় ১২-১৩ হাজার মানুষ যাতায়াত করেন। সে রাস্তাটি জেলা পরিষদের বরাদ্দে সিসি ঢালাই কাজের কাজ শুরু হয়েছে। অথচ একই গ্রামের ভুমিদস্যু মজিবর রহমান গংয়েরা তাদের জায়গা আছে দাবী করে ৫ গ্রামের মানুষের যাতায়াতের রাস্তা নির্মানে বাধা দিচ্ছেন।
একই গ্রামের হাজী শুকুর মাহমুদ (৯০) এক প্রবীন ব্যাক্তি বলেন, পুর্ব পুরুষ থেকে দেখে আসছি এটা সরকারী রাস্তা। এ রাস্তা দিয়ে আশপাশের ৫ গ্রামের মানুষ যাতায়াত করে। এর আগে স্থানীয় জন প্রতিনিধিরা বিভিন্ন প্রকল্পের মাধ্যমে রাস্তাটি সংস্কার করেন। বর্তমানে জেলা পরিষদের সদস্য মোফাজ্জাল হোসেনের প্রচেষ্টায় রাস্তাটি পাকাকরনের কাজ চলছে। কিন্ত মজিবর গংয়রা বাধা দেয়ায় এলাকার মধ্য ক্ষোভের সৃষ্টি হয়েছে।
সিরাজগঞ্জ জেলা পরিষদের সদস্য অধ্যাপক মোফাজ্জল হোসেন সরকার বলেন, রাস্তাটি র্দীঘদিনের। এ রাস্তা দিয়ে প্রতিদিন কয়েক হাজার মানুষ যাতায়াত করেন। এলাকাবাসীর দাবী ও সরকারের উন্নয়নের ধারাবাহীকতায় এ রাস্তা নির্মানে বরাদ্দ দেয়া হয়। সে মোতাবেক কাজ শুরু হলে মজিবররা বাধা দেয়।
অভিযোগ প্রসঙ্গে মজিবর রহমানের সাথে কথা বলতে তার বাড়ি গিয়ে তাকে পাওয়া যায়নি।
⇘সংবাদদাতা: তাড়াশ প্রতিনিধি
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।