জামালপুর প্রতিনিধি ॥ জামালপুরে চলন্ত ট্রেন থেকে পড়ে ২ যুবকের মৃত্য হয়েছে। পরে নিহতের পরিচয় পাওয়ায় তাদের পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। ঘটনাটি ঘটেছে রোববার রাতে।
নিহত শিমল মিয়া জামালপুরন সদর উপজেলার তুলশীরচর গ্রামের মোকাদ্দেশ আলীর ছেলে একই এলাকার হামিদুল ইসলামের ছেলে আব্দুর রহমান।
নরুন্দি রেল স্টেশন মাস্টার জাহিদুল ইসলাম জানান, রোববার রাতে ঢাকা থেকে ছেড়ে আসা আন্তনগর যমুনা ট্রেনে ময়মনসিংহ রেল জংশন থেকে সদরের তুলশিরচর গ্রামের শিমুল মিয়া ও আব্দুর রহমান ট্রেনে উঠে। পথি মধ্যে নরুন্দি রেল স্টেশনের কাছে যমুনা ট্রেন চলে আসলে তারা চলন্ত ট্রেন থেকে প্রথমে লাফিয়ে নামতে গিয়ে শিমুল মিয়া ট্রেনের নীচে পরে যায়। পরে শিমুলমিয়াকে বাঁচাতে আব্দুর রহমান হাত বাড়িয়ে দিলে সেও চলন্ত ট্রেনের নীচে পড়ে মারা যায়। নরুন্দি তদন্ত কেন্দ্রের আইসি জাহিদুল ইসলাম জানান, নিহতদের পরিচয় পাওয়ার পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
⇘সংবাদদাতা: সেবা ডেস্ক


খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।