
লিয়াকত হোসাইন লায়ন, জামালপুর প্রতিনিধি।। উপজেলা পর্যায়ে প্রযুক্তি হস্তান্তরের জন্য কৃষক প্রশিক্ষণ প্রকল্পের আওতায় জামালপুরের ইসলামপুর কৃষি অফিসে ৯০লক্ষ টাকা ব্যয়ে কৃষি প্রশিক্ষন নতুন ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
শনিবার বিকালে উপজেলা কৃষি অফিস চত্বরে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ ফরিদুল হক খান দুলাল।
উপজেলা কৃষি অফিসার সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে পৌর মেয়র আব্দুল কাদের শেক, উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি জামাল আব্দুন নাছের চৌধুরী চার্লেস,উপজেলা পর্যায়ে প্রযুক্তি হস্তান্তরের জন্য কৃষক প্রশিক্ষণ প্রকল্পের রিজিওনাল কো অর্ডিনেটর শাহজাহান সিরাজ, জেলা যুবলীগের সভাপতি ও ঠিকাদার রাজন সাহা, স্থানীয় সরকার বিভাগের উপজেলা ডেভেলপমেন্ট ফ্যাসিলিটেটর মোহাম্মদ মিজানুর রহমান,উপজেলা কৃষকলীগের সভাপতি তাছির উদ্দিনসহ আরো অনেকেই। সঞ্চালনায় ছিলেন কৃষিবীদ নাজমুল হাসান।
⇘সংবাদদাতা: লিয়াকত হোসাইন লায়ন

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।