
নিজস্ব প্রতিবেদক, বগুড়া : পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে ছেলে ও ছেলের বউয়ের লাঠির আঘাতে পিতা আব্দুস সাত্তার মোল্লা (৬৫) নিহত হয়েছে। এ ঘটনায় শনিবার সকালে গাবতলী থানায় ছেলেসহ ৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
স্থানীয়রা জানান, শুক্রবার বিকেলে বগুড়ার গাবতলী উপজেলায় মহিষাবান ইউনিয়নের ধোড়া পূর্ব পাড়া গ্রামে আব্দুস সাত্তার মোল্লার নিজস্ব পুকুরে তার ছোট ছেলে জহুরুল ইসলাম মাছ ধরছিল। এমন সময় তার বড় ছেলে জয়নাল সংবাদ পেয়ে সেখানে যায়। সেখানে গিয়ে জহুরুলের সঙ্গে বাকবিতন্ডায় জড়িয়ে পড়েন। জয়নাল ও তার স্ত্রীসহ লাঠিসোটা নিয়ে ছোট ভাই জহুরুলের উপর চড়াও হয় তারা। এ সময় তাদের পিতা বাকবিতন্ডা থামাতে সেখানে যায়। বড় ভাই জয়নাল ছোট ভাই জহুরুলকে এলোপাতারি ভাবে মারপিট করে। পরে তারা ক্ষিপ্ত হয়ে তাদের পিতা আব্দুস সাত্তারকে ও তার স্ত্রী জমেলা বেগমকে লাঠিসোটা ও কিলঘুষি দিয়ে আঘাত করলে ছাত্তার ঘটনাস্থলেই মারা যান।
গাবতলীর মডেল থানার ওসি সেলিম হোসেন জানান, শনিবার সকালে ছাত্তারের লাশ ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় আব্দুস সাত্তার মোল্লা স্ত্রী জমেলা বেগম বাদি হয়ে তার ছেলে জয়নাল ও ছেলের স্ত্রী আঙ্গুরা বেগম ও নাতিকে আসামী করে গাবতলী থানায় মামলা করেছে। আসামীরা পলাতক রয়েছে।
⇘সংবাদদাতা: নিজস্ব প্রতিবেদক
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।