গোবিন্দগঞ্জে সাঁওতাল হত্যাকান্ডের সাথে জড়িত আসামীদের গ্রেফতারের দাবি

S M Ashraful Azom
0
গোবিন্দগঞ্জে সাঁওতাল হত্যাকান্ডের সাথে জড়িত আসামীদের গ্রেফতারের দাবি
গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার আদিবাসী পল্লীতে পুলিশের গুলিতে নিহত তিন সাঁওতাল শ্যামল, মঙ্গল ও রমেশ হত্যাকান্ডের সাথে জড়িত গোবিন্দগঞ্জের সাবেক এমপি আবুল কালাম আজাদসহ সকল আসামীদের গ্রেফতারসহ ৭দফা দাবিতে ৯ ফেব্রয়ারী শনিবার ঢাকা-দিনাজপুর সড়কে অবরোধ কর্মসূচী পালন করা হয়।

সকাল ১১টায় এই কর্মসূচী শুরু হয়। পরে দুপুর ১টার দিকে প্রশাসনের আশ্বাসে প্রেক্ষিতে অবরোধ প্রত্যাহার করা হয়। অবরোধ চলাকালে দুইপাশে যানযটের সৃষ্টি হয়।

সাহেবগঞ্জ বাগদাফার্ম-ভূমি উদ্ধার সংগ্রাম কমিটি, আদিবাসী বাঙালী সংহতি পরিষদ, বাংলাদেশ আদিবাসী ইউনিয়ন, জাতীয় আদিবাসী পরিষদ ও জনউদ্যোগ যৌথভাবে এ কর্মসুচির আয়োজন করে।
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সাহেবগঞ্জ বাগদাফার্ম এলাকার কাটামোড়ে অবরোধ কর্মসূচী চলাকালে বক্তব্য রাখেন সাহেবগঞ্জ বাগদাফার্ম-ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির সভাপতি ফিলিমন বাসকে,সাধারণ সম্পাদক জাফরুল ইসলাম প্রধান, সাংগঠনিক সম্পাদক স্বপন শেখ, বাংলাদেশের কমিউনিস্ট পাটির গোবিন্দগঞ্জ উপজেলা সভাপতি তাজুল ইসলাম,আদিবাসী নেতা থমাস হেমব্রম, সুফল হেমব্রম প্রমূখ।

এসময় বক্তারা বলেন ঘটনার দুই বছর অতিবাহিত হলেও তিন সাঁওতাল হত্যাকান্ডের মামলার কোন অগ্রগতি নেই। বক্তারা অবিলন্বে সাবেক এমপি, আবুল কালাম আজাদ, চেয়ারম্যান শাকিল আকন্দ বুলবুলসহ মামলা এজাহারভূক্ত সকল আসামী গ্রেফতারের জোর দাবি জানান। এসময় বক্তারা বলেন বাপদাদার সম্পত্তি ফেরৎ, ঘটনার দিন আগুন দিয়ে পুড়িয়ে মানুষ হত্যকারে যে নির্যাতন করা হয়।

এঘটনার শাস্তির জন্য সরকার বিভিন্ন সময়ে নানা ধরণের আশ্বাস দিলেও কোন কার্যকর উদ্যোগ গ্রহণ করেনি। বক্তারা বলেন সরকার দ্রুত কার্যকর উদ্যোগ না নিলে বৃহত্তর কর্মসচী ঘোষণা করা হবে। পরে দুপুর একটার দিকে গোবন্দগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রামকৃষ্ণ বর্মনসহ স্থানীয় পুলিশ প্রশাসন অবরোধকারীদের কার্যকর ব্যবস্থা গ্রহণের উদ্যোগের আশ্বাস দিলে অবরোধ প্রত্যাহার করা হয়।

প্রসঙ্গত উল্লেখ্য, ৬ নভেম্বর ২০১৬ ওই এলাকার আদিবাসী পল্লীতে পুলিশের গুলিতে নিহত তিন সাঁওতাল শ্যামল, মঙ্গল ও রমেশ হত্যাকান্ডের বিচার, তাদের ঘরবাড়িতে অগ্নিসংযোগ ও নির্যাতনের ঘটনার তদন্ত করে দোষীদের শাস্তিসহ ৭দফা দাবি জানিয়ে আসছে আদিবাসী সাঁওতাল ও বাঙ্গালিরা। তখন থেকেই গৃহহারা আদিবাসী-বাঙালিরা ঝুপড়ি করে মানবেতর জীবন যাপন করছে।


⇘সংবাদদাতা: সেবা ডেস্ক
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top