![]() |
| বামে অসুস্থ্য মুক্তিযোদ্ধা শের আলী ও তার ডান পার্শ্বে তার স্ত্রী আমেনা খাতুন |
শফিকুল ইসলাম, রৌমারী প্রতিনিধি: অর্থভাবে চিকিৎসা করাতে পারছেন না মুক্তিযোদ্ধা শের আলী (৬৭)। তিনি দীর্ঘদিন থেকে প্যারালাইসেস ও ডায়বেটিস রোগে আক্রান্ত হয়ে মৃত্যুর পথে। অসুস্থ অবস্থায় প্রথমে তাকে রৌমারী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে দিনাজপুর ডায়বেটিস হাসপাতালে রেফার্ড করেন চিকিৎসকগণ।
এতেও তার রোগের কোন উন্নতি না হওয়ায় ভর্তি হন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে চিকিৎসার খরচ যোগাতে না পেয়ে ফিরে আসেন নিজ বাসায়। বীর মুক্তিযোদ্ধা শের আলীর স্ত্রী আমেনা খাতুনও হৃদ ও শ্বাসকষ্ট রোগে আক্রান্ত। বীরমুক্তিযোদ্ধা শেরআলী কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের উত্তর সাটকড়াইবাড়ি গ্রামের আব্দুস ছামাদের ছেলে।
পারিবারিক সুত্রে জানা গেছে, জমাজমি বলতে কিছুই নেই। অন্যের বাড়িতে থাকত। রৌমারী সোনালী ব্যাংক থেকে মুক্তিযোদ্ধা হিসেবে ৩লাখ টাকা ঋণ নিয়ে ৮ শতক জমি কিনেছেন।‘জায়গা আছে ঘর নাই’ প্রকল্পের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার আশ্রয়ণ প্রকল্পের আওতায় মেজে পাকাঁসহ একটি ঘর নির্মাণ করে দেন। তার ঘরে রয়েছে জুলফিকার আলী মন্ডল, আইনুল হক, আবু সাইদ মিয়া ও সাইফুল ইসলাম নামের চার ছেলে, সিরিয়া খাতুন ও শেফালী খাতুন নামের দুই মেয়ে। ছেলে তিনজন বিবাহ করে পৃথক হয়ে গেছে। মেয়ে দুইজনের বিবাহ দেওয়া হয়েছে। মুক্তিযোদ্ধা শের আলী ও তার স্ত্রী আমেনা খাতুনকে দেখাশোনা করেন আইনুল নামের এক ছেলে। বাবা-মা উভয় অসুস্থ হওয়ায় বিপাকে পড়েছেন তার পরিবার। মুক্তিযোদ্ধার ১০হাজার টাকা সম্মানী ভাতা দেওয়া হলেও চাল, ডালসহ ৮সদস্যের একটি পরিবারের ব্যয়ভার মোটেই সম্ভব হচ্ছে না। এছাড়াও বাবা-মায়ের ওষুধ কিনতে হচ্ছে সব সময়ে। ফলে অর্থভাবে উন্নত চিকিৎসা করা হচ্ছেনা তাদের। স্বামী-স্ত্রী দুইজনে বর্তমানে মৃত্যুর পথযাত্রী।
বীর মুক্তিযোদ্ধা শেরআলী জানান, দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি আমার চিকিৎসার সু ব্যবস্থা করে দেন তাহলে বাকি দিন কয়টা সুস্থ ভাবে জীবন যাপন করতে পারব।
⇘সংবাদদাতা: শফিকুল ইসলাম


খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।