নিজস্ব প্রতিবেদক, বগুড়া : বগুড়ার শেরপুর উপজেলায় মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা বাসকে অপর একটি বাস পেছনকে থেকে ধাক্কা দেওয়ায় প্রাণ গেলো বাস হেলপারের। এ ঘটনায় নারী কনস্টেবলসহ কমপক্ষে ২০জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের ভর্তি করা হয়েছে। নারী কনস্টেবল শামীমা আখতার জয়পুরহাটে চাকুরি করেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। নিহত ব্যক্তি একটি বাসের হেলপার। তবে এ ঘটনায় নিহত ও আহতদের নাম পরিচয় জানা যায়নি।
রবিবার দুপুর ২টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের শেরপুর উপজেলার ঘোগা বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
হাইওয়ে পুলিশ নন্দীগ্রাম উপজেলার কুন্দারহাট ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) কাজল কুমার নন্দী বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, জয়পুরহাট থেকে পাবনার উদ্দেশে ছেড়ে যাওয়া বিআরটিসি পরিবহনের একটি বাস ওই স্থানে পৌঁছালে বাসের একটি চাকা পাংচার হয়ে যায়।
এতে বাসটি মহাসড়কের পাশে দাঁড় করিয়ে মেরামত করা হচ্ছিলো। ঠিক সেই সময় একই দিক আসা ঢাকাগামী এসআই পরিবহনের অপর একটি বাস দাঁড়িয়ে থাকা সেই বাসটিকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে কমপক্ষে ২০ জন আহত হন।
শেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা রতন হোসেন জানান, আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে এসআই পরিবহন বাসের হেলপার মারা যান। এছাড়া আহতদের মধ্যে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২জন ও বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ৪জনকে ভর্তি করা হয়েছে।
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন আহম্মেদ জানান, বাস দুটি শেরপুর থানা পুলিশের হেফাজতে রয়েছে।
⇘সংবাদদাতা: নিজস্ব প্রতিবেদক


খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।