ঘরোয়া বৈঠক ও বিবৃতির জোরে কতদিন টিকতে পারবে বিএনপি?

S M Ashraful Azom
0
ঘরোয়া বৈঠক ও বিবৃতির জোরে কতদিন টিকতে পারবে বিএনপি?

সেবা ডেস্ক: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ক্ষমতার বাইরে রয়েছে এক যুগ হলো। সর্বশেষ একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও চরমভাবে বিপর্যস্ত হয় এই দলটি। প্রতিপক্ষের সঙ্গে কৌশলে কিংবা মাঠে, কোনো ভাবেই পেরে উঠছে না তারা। কারণ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ক্ষমতায় থাকাকালীন সময়ের দুর্নীতি চিত্র এখনো ভুলতে পারেনি সাধারণ জনগণ। যার কারণে স্বাভাবিকভাবেই দলটির নেতা–কর্মীদের অনেকেই হতাশ। বিশেষ করে যারা এক সময় ক্ষমতায় থাকা বিএনপি রাজনীতির থেকে সুবিধা আদায় করেছেন, তারা দলের বর্তমান ভঙ্গুর অবস্থায় নতুন দিনের দিশা খুঁজে পাচ্ছেন না।

এদিকে মনে রাখতে হবে, সরকারের ওপর জনসাধারণ অসন্তুষ্ট নয়। ফলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সরকারের জনপ্রিয়তার সঙ্গে কুলিয়ে উঠতে পারেনি। মূলত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেতৃত্বের দুর্বলতা, সময়কে অনুধাবনের অক্ষমতা, একগুঁয়েমি, বিভিন্ন পর্যায়ে যোগ্য ও দক্ষ নেতা নির্বাচনে ব্যর্থতার কারণেই দীর্ঘ সময় ধরে দলটি ক্ষমতার বাইরে। বিএনপি সরকারে নেই, সংসদে নেই, মাঠেও নেই। প্রশ্ন হচ্ছে রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অবস্থান কোথায়? কেবল ঘরোয়া বৈঠক ও বিবৃতির জোরে বিএনপি এ অবস্থায় কি করতে পারবে?

তবে জাতীয় ঐক্যফ্রন্টের কিছু সূত্রের সঙ্গে আলোচনা করে বোঝা গেছে, আগামী কয়েক মাস জোটের দলগুলো সরকারবিরোধী আন্দোলনে যাবে না। বরং সরকার গঠনসহ পরবর্তী পরিস্থিতি দলগুলো আরো কয়েক দিন পর্যবেক্ষণ করবে। আন্দোলনের বদলে প্রচারণা বা গণসংযোগমূলক কর্মসূচি দেওয়ার চিন্তা করবে।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেতারা বলছেন, আপাতত দল গুছিয়ে সাংগঠনিক শক্তি বাড়ানোর দিকেই নজর দিচ্ছেন তারা। কিন্তু তারেক রহমানের সঙ্গে মির্জা ফখরুলের দ্বন্দ্ব। মির্জা ফখরুলের সঙ্গে রুহুল কবির রিজভীর দ্বন্দ্ব। রিজভীর সঙ্গে মওদুদ আহমেদের দ্বন্দ্বের কারণে বিএনপির তৃণমূল নেতারা দিশেহারা হয়েছে পড়েছেন। তৃণমূলের নেতারা আসলে বুঝতে পারছেন না, তারা কার নেতৃত্বে এগিয়ে যাবেন। যার কারণে বিএনপির সমন্বয়হীনতা আরো বেশি ঘনীভূত হচ্ছে।

বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নয়াপল্টন কার্যালয়ের সামনে নেতা-কর্মীদের উপস্থিতি চোখে তো পড়ে না। এছাড়া ভবনটির তৃতীয় তলায় বিএনপির অঙ্গসংগঠন যুবদল, ছাত্রদল ও কৃষক দলের অফিস তালাবন্ধ। এখানেও কোন নেতা-কর্মীকে দেখা যায় না।

বিশ্লেষকরা বলছেন, এমন পরিস্থিতি চলতে থাকলে আগামী ৫ বছর পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নামক কোনো দল বাংলাদেশে না থাকলে এ বিষয়ে আশ্চর্য হবার মতো কোনো কারণ তৈরি হবে না।
⇘সংবাদদাতা: সেবা ডেস্ক
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top