
রকি চন্দ্র সাহা: ২০শে ফেব্রুয়ারী বুধবার সকাল ১০ টায় বাংলাদেশ ন্যাশনাল সার্ভিস একতা কল্যাণ পরিষদ এর শাহরাস্তি উপজেলা আহবায়ক কমিটির উদ্যেগে ন্যাশনাল সার্ভিস প্রকল্পের মেয়াদ ও ভাতা বৃদ্ধি করণের দাবিতে মানব বন্ধন করা হয়।
ন্যাশনাল সার্ভিসের কর্মীরা তিন মাস মৌলিক প্রশিক্ষণ গ্রহন শেষে সরকারী বিভিন্ন দপ্তরে ২ বছর ভিত্তিতে দৈনিক ২০০ টাকা হারে মাসে ৬০০০ টাকা তার মধ্যে ২০০০ টাকা সঞ্চয় রেখে প্রতি মাসে ৪০০০ টাকা গ্রহনে কর্মরত ছিলেন। শাহরাস্তি উপজেলায় বর্তমানে ৭৩০ জন যুব ও যুব মহিলা কর্মহীন পড়ে যাবে। তাই এই সামান্য ভাতা বর্তমান উর্দ্ধগতির বাজারে অত্যান্ত সীমিত। তাছাড়া এই দুই বছর সম্পূর্ণ হলে পুনরায় বেকারের হাত থেকে বাঁচার জন্য মানব বন্ধনে এই প্রকল্পের মেয়াদ বৃদ্ধির দাবি জানিয়েছেন।
মানব বন্ধন শেষে ন্যানাল সার্ভিস কর্মীরা ন্যাশনাল সার্ভিস প্রকল্প এর মেয়াদ ও ভাতা বৃদ্ধির জন্য ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার ভূমি কর্মকর্তা লিটুস লরেন্স চিরান ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সৈয়দ ফেরদাউস আহমেদ এর মাধ্যমে যুব ও ক্রীড়া মন্ত্রনালয় ও যুব উন্নয়ন অধিদপ্তরে কাছে দরখাস্তের মাধ্যমে আবেদন করেন।

মানবন্ধনে উপস্থিত ছিলেন রকি চন্দ্র সাহা,রাশেদ আলম মজুমদার মেহেদী হাসান, বাবলু মিয়াজী, ইঞ্জিনিয়ার মোঃ ইমরান হোসেন, আজগর হোসেন মিয়াজী, আলী আকবর, নাসরিন আক্তার, মঞ্জুর আলম মামুন, ইব্রাহিম খলিল পন্ডিত, রবিউল হাসান,সুমন বিশ্বাস, রফিকুল ইসলাম, তরুন মজুমদার, পলাশ ভৌমিক তুহিন নন্দী, আল-আমিন,এনামুল হক, সোহাগী আক্তার, আফরোজা আক্তার, শাহানারা আক্তার, শিউলী শীল,রিনা,নারর্গিস, আবু তাহের,সম্ভু, সুভাষ দে, আবু ইউসুফ,মহসিন, জাহেদা, মোঃ আনিসুর রহমান, আলাউদ্দিন,জাকির, সীমা,কবির,সুমন,ফরিদা,মো:হারেছ, শহীদুল, রিনা, শামছুন্নাহার, রিমা,তাহমিনা,রুহিনা,মর্জিনা,শিমু,আশ্রাফুল,কামরুল নাহার, তানজিল, মোস্তফা, মোঃ আবদুল্লাহ, শুভ রঞ্জন, সহ প্রায় ২০০ কর্মী উপস্থিত ছিলেন।
⇘সংবাদদাতা: রকি চন্দ্র সাহা
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।