
জামালপুর প্রতিনিধি ॥ জামালপুরের ইসলামপুর দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে দলীয় প্রার্থীর বিরুদ্ধে উপজেলা নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হওয়ায় জেলা আ’লীগের সহ সভাপতি জিয়াউল হক জিয়ার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন ইসলামপুর উপজেলা আ’লীগের নেতৃবৃন্দ।
বুধবার সন্ধা সাড়ে সাতটায় উপজেলা আ’লীগের কার্যালয়ে লিখিত বক্তব্য পাঠ করেন দলের সভাপতি ও সংসদ সদস্য ফরিদুল হক খান। লিখিত বক্তব্যে তিনি বলেন- জেলা আ’লীগের সহ-সভাপতি জিয়াউল হক জিয়া উপজেলা নির্বাচনে আ’লীগ মনোনিত (নৌকা) প্রতীকের প্রার্থী অ্যাভোকেট নাসের বাবুলের বিরুদ্ধে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হয়ে নির্বাচনে অংশ নিয়ে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেছেন।
তাকে কেন্দ্র, জেলা ও উপজেলা আ’লীগের নেতৃবৃন্দ ও দলের পক্ষ থেকে একাধিবার প্রার্থীতা প্রত্যাহারের অনুরোধ করা হলেও তিনি অনুরোধ রাখেননি। তাই দলের উচ্চ পর্যায়ের নিদের্শে উপজেলা আ’লীগের জরুরী সভায় তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের সর্বসম্মত সিদ্ধান্ত গৃহিত হয়েছে।
সিন্ধান্তটি দলের হাই কমান্ডে প্রেরণের জন্য এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। সংবাদ সম্মেলনে উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আঃ লতিফ সরকার,সহ সভাপতি শাহাদত হোসেন স্বাধীন,আঃ রাজ্জাক লাল মিয়া,কোষাদক্ষ মাহমুদুল হক,সহ দপ্তর সম্পাদক সালাউদ্দিন শাহ,পৌর আওয়ামী লীগের সভাপতি নুর ইসলাম নুরসহ দলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে জেলা আওয়ামী লীগের সহ সভাপতি স্বতন্ত্র প্রাথী জিয়াউল হক জিয়া জানান, দল থেকে আমার উপর এ রকম কোন নির্দেশনা নাই। যে স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচন করা যাবেনা।তাই আমি স্বতন্ত্র প্রার্থী হয়েছি। এখন দল যদি আমার বিরুদ্ধে কোন ব্যবস্থা নেন তাহলে সেটা আমার কোন করনীয় নেই।
⇘সংবাদদাতা: সেবা ডেস্ক
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।