
গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধা সদর উপজেলার ঘাগোয়া ইউনিয়নের সাবেক ৩ বারের ইউপি চেয়ারম্যান, ভাষা সৈনিক, মুক্তিযুদ্ধের সংগঠক ইনামুল হক মন্ডল এর মৃত্যুতে ঘাগোয় ইউনিয়ন পরিষদ চত্বরে বিকেলে এক শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন আওয়ামী লীগ এই শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানের আয়োজন করে।
ইউপি চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ স¤পাদক আমিনুর জামান রিংকুর সভাপতিত্বে শোক সভায় বক্তব্য রাখেন, সাবেক ইউপি চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের যুগ্ন স¤পাদক মাহাবুব আলম কোট, ঘাগোয়া এমবি উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আবুয়াল ম›জু সরকার, সমাজ সেবক আব্দুল হামিদ শিকদার, সদর উপজেলা আওয়ামী লীগে স¤পাদক মন্ডলীর সদস্য রেজাউল করিম রেজা, আ.ন.ম রফিকুল ইসলাম প্রমুখ। শোক সভা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
⇘সংবাদদাতা: গাইবান্ধা প্রতিনিধি

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।